Neeraj Chopra

Neeraj Chopra: নাম নীরজ? এই পেট্রোল পাম্পে বিনামূল্যে মিলবে ৫০১ টাকার তেল, সোনাজয়ীকে সম্মান

নীরজ নামের প্রচুর মানুষ তাঁদের গাড়ি, বাইক নিয়ে চলে এসেছেন এই পেট্রোল পাম্পে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২১ ১৪:৪৮
Share:

নীরজ চোপড়া টুইটার

অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়াকে অভিনব কায়দায় সম্মান জানাচ্ছে গুজরাতের একটি পেট্রোল পাম্প।

Advertisement


নীরজ নামের যিনিই গাড়ি নিয়ে ওই পেট্রোল পাম্পে তেল নিতে আসবেন, তাঁকে বিনামূল্যে ৫০১ টাকার পেট্রোল দেবে তারা। ভরুচ জেলার এই পেট্রোল পাম্পে এমন ঘোষণা করা হয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত চলবে এই ছাড়।

Advertisement

এই ঘটনা জানাজানি হতেই নীরজ নামের প্রচুর মানুষ তাঁদের গাড়ি, বাইক নিয়ে চলে এসেছেন এই পেট্রোল পাম্পে।

মঙ্গলবারই টোকিয়ো থেকে দেশে ফেরার পর সংবর্ধনা পেয়েছেন নীরজ। প্রথম কোনও ভারতীয় অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে সোনা জেতার নজির গড়েছেন নীরজ।

পেট্রোল পাম্পের মালিক আয়ুব পাঠান সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, ‘‘নীরজ দেশের জন্য যা করেছেন, তা ভারতবাসী হিসেবে গৌরবের। তাঁকে সম্মান জানাতেই আমাদের এই ছোট্ট উদ্যোগ। সোমবার থেকে বুধবার পর্যন্ত এই ছাড় চলবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement