India

টুইটারে বিরাটের পোস্ট করা দলের ছবিতে নেই রোহিত, জল্পনা শুরু সোশ্যাল মিডিয়ায়

শনিবার প্রথম টি২০ ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর। তাঁর একদিন আগেই অধিনায়কের একটি ছবিকে ঘিরে আবার ভারতীয় দলের অন্দরকলহ নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৯ ১৪:৫৭
Share:

বিরাটের পোস্ট করা ছবি ঘিরে ছড়িয়ে পড়েছে জল্পনা। ছবি- টুইটার

শনিবার প্রথম টি২০ ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর। তাঁর একদিন আগেই অধিনায়কের একটি ছবিকে ঘিরে আবার ভারতীয় দলের অন্দরকলহ নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Advertisement

আজ টুইটারে একটি ছবি পোস্ট করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। যেখানে সহ অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতি ঘিরে আবার শুরু হয়েছে জল্পনা। ঊঠে আসছে বিরাট-রোহিত দ্বন্দ্বের পুরনো তত্ত্ব। যা নিয়ে কিছু দিন আগেই মুখ খুলেছেন ভারতীয় অধিনায়ক বিরাট এবং কোচ রবি শাস্ত্রী।

ছবিতে কোহালির সঙ্গে দেখা যাচ্ছে কে এল রাহুল, নবদীপ সাইনি, খলিল আহমেদ, শ্রেয়স আইয়ার, ক্রুণাল পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, রবীন্দ্র জাদেজাকে। এই ছবিটি পোস্ট করে বিরাট ক্যাপশনে লিখেছেন ‘স্কোয়াড’। আর এই কথা নিয়েই উত্তাল সোশ্যাল মিডিয়া। কেউ জানতে চেয়েছেন, সহ অধিনায়ক হওয়া সত্ত্বেও রোহিতকে এই ছবিতে দেখা যাচ্ছে না কেন। আবার কেউ কেউ বলেছেন তাঁদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে বলেই এই ছবিতে রোহিত নেই।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে এই নিয়ে মুখ খুলে কোহালি একে জল্পনা বলে উড়িয়ে দিয়েছিলেন। রোহিতও বলেছিলেন তাঁর কাছে দেশের হয়ে খেলা সব সময় গুরুত্বপূর্ণ। এই ছবি নিয়ে বিতর্কে দুই তারকা আবার কিছু বলেন কিনা দেখার অপেক্ষায় সবাই।

আরও পড়ুন: সামনে শুধুই ব্র্যাডম্যান,বিরাট-সচিনের রেকর্ড ভাঙলেন স্মিথ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement