Rishabh Pant

ওয়েস্ট ইন্ডিজ সফরই আদর্শ সময় ঋষভের, জানালেন বিরাট কোহালি

এটাই আদর্শ সময় ঋষভ পন্থের। তাঁর মধ্যে প্রতিভা আছে তিনটে ফরম্যাটের ক্রিকেটেই ভাল পারফর্ম করার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজ শুরু হওয়ার আগে এমনটাই জানালেন অধিনায়ক বিরাট কোহালি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৯ ১৫:২৫
Share:

ধোনির উত্তরসূরি বলে পান্থকেই ধরে নেওয়া হচ্ছে। ছবি: রয়টার্স।

এটাই আদর্শ সময় ঋষভ পন্থের। তাঁর মধ্যে প্রতিভা আছে তিনটে ফরম্যাটের ক্রিকেটেই ভাল পারফর্ম করার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজ শুরু হওয়ার আগে এমনটাই জানালেন অধিনায়ক বিরাট কোহালি।

Advertisement

ভবিষ্যতে ভারতীয় দলে মহেন্দ্র সিংহ ধোনির উত্তরসূরি হিসেবে ঋষভ পন্থকেই ভাবা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল নির্বাচন করার পর এমনটাই জানিয়েছিলেন নির্বাচক মণ্ডলীর প্রধান এমএসকে প্রসাদ।

শুক্রবার এ সম্পর্কে অধিনায়ক বিরাট বলেন, “এটা খুব ভাল সুযোগ ঋষভের জন্য। অনেক আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাবে নিজেকে প্রমাণ করার জন্য। আমরা জানি ওর মধ্যে কতটা প্রতিভা আছে। আমরা সবাই চাই ও ভারতীয় ক্রিকেট দলের হয়ে স্থায়ী পারফর্মার হয়ে উঠুক। এমএস ধোনির অভিজ্ঞতা সত্যি একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু বলতেই হবে ওর মতো একজন তরুণ ক্রিকেটারের সামনে দারুণ সুযোগ রয়েছে।”

Advertisement

আরও পড়ুন: ৯টি নতুন রেকর্ড হতে পারে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি২০ সিরিজে, দেখে নিন কী কী

এছাড়াও বিরাট দলে জায়গা করে নেওয়া আরও দুই তরুণ ক্রিকেটারের প্রশংসা করেছেন। শ্রেয়াস আইয়ারের মতো মারকুটে ব্যাটসম্যানের পক্ষে এই সফর বেশ গুরুত্বপূর্ণ, জানিয়েছেন বিরাট। অন্যদিকে মণীশ পাণ্ডের কাছে মিডল অর্ডারে পাকাপাকি জায়গা করে নেওয়ার পক্ষেও এটা বেশ ভাল সুযোগ বলে মনে করেন বিরাট।

আরও পড়ুন: পৃথ্বীকে ‘কড়া’ শাস্তি দেওয়া হয়েছে, বলছেন দিলীপ বেঙ্গসরক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement