চলতি মরসুমে দ্বিতীয়বার কোনও বড় টুর্নামেন্টের ফাইনালে উঠে হেরে গেলেও পিভি সিন্ধুকে নিয়ে চিন্তিত নন কোচ পুল্লেলা গোপীচন্দ।
নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে জাতীয় ব্যাডমিন্টন কোচ বলেছেন, ‘‘ওর বয়সটাই বা কী এখন, মাত্র ২২ বছর। এর মধ্যেই তো সিন্ধু বেশ কয়েকটা বড় জয় পেয়েছে। ভবিষ্যতে আরও পাবে। আমি ওকে নিয়ে একেবারেই চিন্তিত নই। ওর পারফরম্যান্সে খুশি। খেলোয়াড়দের ক্রমাগত নিজেকে উন্নত করার চেষ্টা করে যেতে হয়, আর কোচ হিসেবে সব সময় ইতিবাচক থাকতে হয়।’’
পাশাপাশি আসন্ন মরসুমে ঠাসা সূচি নিয়েও ফের উদ্বেগের কথা জানান গোপীচন্দ। সূচি নিয়ে বিতর্ক প্রথম ছড়ায় সম্প্রতি কিংবদন্তি ভারতীয় খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের মন্তব্যের পরে। তিনি লক্ষ করেন ভারতীয় খেলোয়াড়দের ‘নিশ্চিত ভাবে প্রয়োজনের থেকে বেশি টুর্নামেন্টে খেলতে হচ্ছে।’
গোপীচন্দ এ ব্যাপারে বলেন, ‘‘ঠাসা সূচি নিয়ে সমস্যা গোটা বিশ্বেই হচ্ছে। শুধু ভারতের নয়। সামনে আবার কমনওয়েলথ গেমস আর এশিয়ান গেমসও রয়েছে। যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটাই ভারতের জন্য সমস্যাটা আরও গভীর করে তুলেছে।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘বেশির ভাগ ইউরোপীয় দেশই কমনওয়েলথ গেমস বা এশিয়ান গেমসে খেলবে না। কিন্তু আমাদের কাছে কোনও বিকল্প নেই। এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া ছাড়া উপায় নেই।’’ তা হলে কি ভারতীয় দলের সেরা খেলোয়াড়দের বিশ্রাম দিতে কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসে দ্বিতীয় সারির দল পাঠানোর কথা ভাবা উচিত? গোপীচন্দ বলেন, ‘‘কমনওয়েলথ গেমস গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। আমার মনে হয়, দেশের সেরা খেলোয়াড়দেরই পাঠানো উচিত। তবে আগামী মরসুমে আমাদের একটা পরিকল্পনা করতে হবে। খেলোয়াড় আর অফিসিয়ালদের সঙ্গে আলোচনায় বসব আমি। দেখতে হবে খেলোয়াড়রা যাতে যতটা সম্ভব বিশ্রাম পায়।’’
খেলার খবরে সব সময় আপডেটেড থাকতে চোখ রাখুন আনন্দবাজারে।