এ বার কি আইপিএল জিততে পারবেন বিরাট? —ফাইল চিত্র।
বিরাট কোহালিকে স্বাধীনতা দেওয়া হলে আইপিএল জিতবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রাক্তন মালিক বিজয় মাল্য এই পরামর্শই দিচ্ছেন নতুন আরসিবি-কে।
রয়্যাল চ্যালেঞ্জার্স শুক্রবার তাদের নতুন লোগো প্রকাশ করেছে। কোহালির দলের লোগোর নকশায় রয়েছে সিংহ। যা ফ্র্যাঞ্চাইজির সাহসী ও নির্ভীক মানসিকতাকেই ফুটিয়ে তুলছে।
নতুন মরসুমের জন্য পুরনো দলকে শুভেচ্ছা জানিয়ে মাল্য বলছেন, ‘‘সিংহের মতো গর্জন করো। বেঙ্গালুরুতে আইপিএল ট্রফি আনো।’’
আরও পড়ুন: আর দু’-এক জনের উপর নির্ভরশীল নয় দল, বলছেন বাংলার অধিনায়ক
২০০৮ সাল থেকে এখনও পর্যন্ত একবারও আইপিএল ট্রফি জিততে পারেনি আরসিবি। এ বার যাতে ট্রফি জেতা সম্ভব হয়, তার জন্য মাল্য সবটাই ছেড়ে দিতে বলছেন কোহালির উপরে।
বিজয় মাল্য টুইট করে বলেন, ‘‘অনূর্ধ্ব ১৯ স্কোয়াড থেকে আরসিবি-তে এসেছিল বিরাট। এখন নেতৃত্ব দিয়ে ভারতকে সাফল্য এনে দিচ্ছে ও। দুর্দান্ত পারফর্মার বিরাট। পুরোটাই ওর উপরে ছেড়ে দেওয়া হোক। ওকে স্বাধীনতা দেওয়া হোক। আরসিবি-র সমর্থকরা এখনও কিন্তু আইপিএল জেতার স্বাদ পায়নি। ওরা ট্রফিটা চাইছে।’’
আইপিএল-এর বল গড়ানোর আগে পুরনো দলকে আইপিএল জেতার সহজ সরল রাস্তা জানিয়ে দিলেন মাল্য।
আরও পড়ুন: এখনও প্রচুর ক্রিকেট বাকি, ধোনি প্রসঙ্গে বললেন আইপিএল চেয়ারম্যান