বোনুচ্চিকে আটকে দিলেন ন্যয়ার।
ম্যানুয়েল ন্যয়ার
• বড় অস্ত্র হচ্ছে কিক টেকারদের মনোযোগ নষ্ট করে। বারবার নড়াচড়া করতে থাকে। শনিবার রাতেও দেখলাম দু’হাত ছড়িয়ে লাফাচ্ছে। ন্যয়ারের হাইট লম্বাও, বড়সড় চেহারা। তাই যে কিক নিতে আসছে, তার মনে হয় গোলটা বেশ ছোট হয়ে গিয়েছে। ও সব সময় চেষ্টা করে শ্যুটারকে মানসিক চাপে ফেলার। ইতালির দারমিয়ান শেষ শটটা নেওয়ার আগে নিঃসন্দেহে চাপে পড়ে গিয়েছিল। আমি তো বলব, ন্যয়ার ওকে প্রায় বাধ্য করেছিল বাঁ দিকে কিকটা নিতে। যেটা বাঁচাতে জার্মান গোলকিপারের সমস্যা হয়নি।
• কিক টেকারদের বডি মুভমেন্টটা দেখে গোলকিপাররা মাঝে মাঝে আন্দাজ করতে পারে কোন দিকে পেনাল্টিটা মারা হবে। বোনুচ্চি আর দারমিয়ানের সেভ দু’টো তার উদাহরণ। এমনকী পেল্লের কিকটা বাইরে গেলেও ঠিক দিকে ঝাঁপিয়েছিল ন্যয়ার।
• ন্যয়ারের ডাইভগুলো দুর্দান্ত ছিল। বডিটাকে অনেক নীচে রেখে ডাইভগুলো দিচ্ছিল। যাতে শটটা সঠিক অ্যাঙ্গলে থাকলেও ওর শরীরের সামনে থাকে।