ভারত ফাইনাল খেলবে সেই আশায় যাঁরা আগে থেকেই টিকিট কেটে ফেলেছিলেন এবং রবিবারের সন্ধের সব প্রোগ্রাম বাতিল করে ইডেন মুখো হবেন ভেবেছিলেন তাঁদের সেই আশায় ধোনিরা অনেক আগেই জল ঢেলে দিয়েছেন। তবে টিকিটের চাহিদা যে একদম নেই তাও বলা যাচ্ছে না। রবিবারের সন্ধেয় গেইল ঝড় দেখতে অনেকেই ভিড় জমাবেন ইডেন গার্ডেন্সে। ইডেনে বসে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপ ফাইনাল দেখার সুযোগই বা হাতছাড়া করবেন কেন? ২০১০ এর চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ২০১২র চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ঘিরে কিন্তু বিশ্ব ক্রিকেটে উত্তেজনা তুঙ্গে। সেই উত্তেজনার হালকা আঁচ যে এই কলকাতা শহরেও দেখা যাবে তা স্বাভাবিক। সব হিসেব বদলে দিয়ে সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছে নিউজিল্যান্ড ও ভারতকে। যাঁরা বিশ্বকাপের সব হিসেব বদলে দিল সেই দুই দলকে একবার মেপে নেওয়া যাক দাঁড়িপাল্লায়।
গত ১৬ মার্চই মুম্বইয়ে টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখিতে গেইল ঝড়ে উড়ে গিয়েছিল ইংল্যান্ড। যেদিন মাত্র ৪৮ বলে সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন ক্রিস গেইল। ৬ উইকেটে সেদিন ম্যাচ জিতে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার ইংল্যান্ডের সামনে বদলার পালা। ফাইনালে আবার লড়াইয়ে এই দুই দল। সেমিফাইনালে গেইল ঝড় দেখা যায়নি। কিন্তু ফাইনালে আবার সেটা দেখা যাবে না এটা বলা মুশকিল। বরং সেমিফাইনালের মতো গেইলের সঙ্গে জ্বলে উঠতে পারেন সিমন্স, রাসেলরাও। ড্যারেন সামি তো বলেই দিয়েছেন, ‘‘আমাদের দলের ১৫ জনই ম্যাচ উইনার। তবে ক্রিস একটু চাপে রয়েছে। কিন্তু ও আমাদের সেরা টি২০ প্লেয়ার।’’
এদিকে, সবাইকে চমকে দিয়ে নিউজিল্যান্ডকে হারানো ইংল্যান্ডও কিন্তু বেগ দেবে ওয়েস্ট ইন্ডিজকে। প্রথম থেকে চ্যাম্পিয়নশিপের দৌঁড়ে না ধরা হলেও ক্রমশ উঠে এসেছে ইংল্যান্ড। জেসন রয় বলেছেন, ‘‘আবার ফাইনাল খেলাটা আমাদের কাছে বড় অভিজ্ঞতা। কিন্তু ফাইনালে আমাদের স্বাভাবিক খেলাটাই খেলব।’’ আসলে দুই দলের কাছেই প্রথমবারের জন্য দ্বিতীয় টি২০ বিশ্বকাপ ট্রফি ঘরে তোলার তাগিদ। যেই জিতুক সেই হয়ে যাবে দু’বার টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া প্রথম দল।
আরও খবর
নিস্তেজ ইডেনে প্রাণের নাম ওয়েস্ট ইন্ডিজ