—ফাইল চিত্র
সুর পাল্টে গৌতম গম্ভীর জানিয়ে দিলেন, বিরাট কোহালির টেস্ট ও ওয়ান ডে দলের নেতৃত্ব নিয়ে তিনি কখনও প্রশ্ন তোলেননি। তিনি সমালোচনা করেছিলেন টি-টোয়েন্টিতে বিরাটের নেতৃত্বের।
সোমবার সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে গম্ভীর বলেছেন, ‘‘টি-টোয়েন্টিতে বিরাটের নেতৃত্ব নিয়ে আমার বরাবরই প্রশ্ন ছিল। কিন্তু ওয়ান ডে ও টেস্ট ক্রিকেটে ওর নেতৃত্ব নিয়ে কোনও সংশয় নেই আমার মনে।’’ যোগ করেন, ‘‘বিরাটের নেতৃত্বে ভারত খুবই ভাল খেলেছে। বিশেষ করে লাল বলের ক্রিকেটে। আমি নিশ্চিত, ভবিষ্যতেও এ ভাবেই বিরাটের নেতৃত্বে এগিয়ে যাবে ভারত।’’
বিরাটের নেতৃত্বে ভারতীয় দলের সদস্যেরাও যে খুশি তা স্বীকার করেন গম্ভীর। বলে দেন, ‘‘ভারতীয় দল কখনওই একজন অথবা দু’জনের উপরে নির্ভর করত না। এই কথা বিরাটও বরাবর বলে এসেছে। বিরাটের নেতৃত্বে ভারতীয় দলের প্রত্যেক সদস্য খুশি। সবাই ওর নেতৃত্বকে উপভোগ করে।।’’ অজিঙ্ক রাহানের নেতৃত্বে ভারতীয় দল অস্ট্রেলিয়া থেকে ঐতিহাসিক সিরিজ জিতে ফেরার পরে অধিনায়কত্ব তর্ক অবশ্য চলছেই। দিন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার শেন লি-র দাবি, ‘‘বিরাটের নেতৃত্বে ভারতীয় দলের সদস্যরা আতঙ্কিত হয়ে থাকে। রাহানে অধিনায়ক থাকলে ওদের অনেক খোলামেলা, ফুরফুরে দেখায়।’’