Mahendra Singh Dhoni

কোনও ভাবেই আর জাতীয় দলে ফেরা সম্ভব নয় ধোনির, মত গৌতম গম্ভীরের

সীমিত ওভারের ফরম্যাটে এখন উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে লোকেশ রাহুলকে খেলাচ্ছে ভারত। গম্ভীরের মতে, ধোনির মতো কিপিং না হলেও রাহুল কাজ চালিয়ে দিচ্ছেন ঠিকঠাক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২০ ১৪:৫৫
Share:

কীসের ভিত্তিতে দলে ফিরবেন ধোনি, প্রশ্ন তুলেছেন গম্ভীর।

জাতীয় দলে মহেন্দ্র সিংহ ধোনির প্রত্যাবর্তনের কোনও সম্ভাবনাই দেখছেন না প্রাক্তন জাতীয় ওপেনার গৌতম গম্ভীর।

Advertisement

করোনাভাইরাসের কারণে এ বারের আইপিএল হওয়ার সম্ভাবনা ক্ষীণ। ফলে, চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে দুর্দান্ত খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির কামব্যাকের সম্ভাবনাও কমছে। গত বছর ইংল্যান্ডে ৫০ ওভারের বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ বার আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গিয়েছিল ধোনিকে। তার পর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে তিনি।

এই বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। সেই দলে ধোনির থাকার সম্ভাবনা দেখছেন না গৌতম গম্ভীর। স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে গম্ভীর বলেছেন, “যদি আইপিএল এই বছর না হয়, তবে ধোনির পক্ষে কামব্যাক করা খুব কঠিন। গত এক বছর ধরে ও খেলেনি। তা হলে কিসের ভিত্তিতে দলে ফিরবে ও? আইপিএল না হলে ধোনির সম্ভাবনা খুব কম। বিষয়টা এটা তো ভারতের প্রতিনিধিত্ব করা। তাই সেরা পারফরম্যান্স যাঁর থাকবে, যে দেশকে জেতাতে পারবে, তাঁরই খেলা উচিত দলের হয়ে।”

Advertisement

আরও পড়ুন: আসল তলোয়ার নিয়ে জাডেজার কেরামতি প্রশংসা কাড়ল ওয়ার্নারের​

আরও পড়ুন: নেতৃত্বে সৌরভ, একবিংশ শতকের সেরা ওয়ানডে দলে নেই সহবাগ!

সীমিত ওভারের ফরম্যাটে এখন উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে লোকেশ রাহুলকে খেলাচ্ছে ভারত। সেই প্রসঙ্গ টেনে এনে গম্ভীর বলেছেন, “ধোনির যথাযথ বিকল্প হতে পারে লোকেশ রাহুল। সাদা বলের ক্রিকেটে রাহুল যে দিন থেকে কিপিংয়ের দায়িত্ব সামলেছে, সেই দিন থেকেই দলে ব্যালান্স এসেছে। ব্যাটিং ও কিপিং, দুটোতেই পারফরম্যান্স ভাল ওর। হ্যাঁ, ধোনির মতো অত ভাল কিপিং নয় রাহুলের। তবে টি-টোয়েন্টি ক্রিকেটের কথা ভাবলে রাহুল হল ইউটিলিটি প্লেয়ার। ও কিপিংয়ের পাশাপাশি তিন বা চার নম্বরে নামতে পারে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement