বেহালায় রেলের নতুন ইন্ডোর স্টেডিয়াম।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাড়ায় নতুন স্টেডিয়াম। শহর কলকাতার মুকুটে যুক্ত হল আরও একটি নতুন পালক। আধুনিক নতুন ইন্ডোর স্টেডিয়ামটি গড়ে তুলেছে ভারতীয় রেল।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন এই স্টেডিয়ামের উদ্বোধন করেছেন। ২০১০ সালে বেহালার রেলের জমিতে আন্তর্জাতিক মানের এই ইন্ডোর স্টেডিয়াম নির্মাণের অনুমোদন দেয় রেল বোর্ড। ৮১ কোটি টাকা ব্যয়ে তৈরি এই স্টেডিয়ামের দু’টি তল মিলিয়ে রয়েছে ১১০০ দর্শকাসন। আন্তর্জাতিক মানের ইন্ডোর স্টেডিয়ামটিতে রয়েছে অত্যাধুনিক মানের সুযোগ-সুবিধা।
বাস্কেটবল, ভলিবল, কবাডি, হ্যান্ডবল, ব্যাডমিন্টন, টেবল টেনিস, ভারত্তোলন, পাওয়ার লিফটিং, দাবা, ব্রিজ-সব বিভিন্ন খেলার আয়োজন সম্ভব রেলের নতুন এই ইন্ডোর স্টেডিয়ামে। রয়েছে উন্নত মানের শব্দ ব্যবস্থা। দু’টি বড় এলইডি স্ক্রিন রয়েছে। খেলার সুব্যবস্থা ছাড়াও রয়েছে একটি বড় সম্মেলন কক্ষ। সংবাদ মাধ্যমের জন্যও রয়েছে নির্দিষ্ট ঘর।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।