Lords

কোহলীদের জন্য খারাপ খবর, ইংল্যান্ড সিরিজে খেলতে হতে পারে ঠাসা গ্যালারির সামনে

তবে পুরোটাই নির্ভর করছে প্রধানমন্ত্রী বরিস জনসনের অনুমতির উপরে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ মে ২০২১ ১৫:৩৮
Share:

লর্ডসের মাঠে ভর্তি দর্শক দেখা যাবে? ছবি টুইটার

ইংল্যান্ডের ক্রিকেট মাঠে আবার হয়তো দেখা যেতে চলেছে দর্শক। তবে পুরোটাই নির্ভর করছে প্রধানমন্ত্রী বরিস জনসনের অনুমতির উপরে। আগামী কয়েকদিনে করোনা ভাইরাসের ভারতীয় রূপের বাড়বাড়ন্ত না হলে হয়তো ২১ জুন থেকেই পুরো স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি মিলতে পারে।

Advertisement

ইংল্যান্ডের ফুটবল স্টেডিয়ামগুলিতে ইতিমধ্যেই অল্প সংখ্যক দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। সম্প্রতি ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের ফাইনালে হাজির ছিলেন ২১ হাজার দর্শক। আগামী সপ্তাহ থেকে ইপিএল-এর ম্যাচেও দর্শক দেখা যাবে। সব ঠিকঠাক থাকলেও বিরাট কোহলীরাও ইংরেজ দর্শকদের সামনে খেলতে পারেন, যা তাঁদের বিপক্ষে যেতে পারে।

তবে এই খবর ইংল্যান্ড বোর্ডের কাছে সন্তোষজনক। অতিমারির কারণে এমনিতেই খরচ বেড়েছে। পাশাপাশি টিকিট বিক্রি থেকে আয় দাঁড়িয়েছে শূন্যে। ঋণের ভারে তাদের অবস্থা এমনিই খারাপ। নিউজিল্যান্ড বা ভারত সিরিজে দর্শক প্রবেশের অনুমতি পাওয়া গেলে লাভের মুখ দেখতে পারে তারা। শ্রীলঙ্কার বিরুদ্ধে কার্ডিফে দুটি টি২০ ম্যাচ খেলবে তারা। সেখানে ৪০০০ দর্শক প্রবেশ করতে পারবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement