—প্রতীকী ছবি।
ফরাসি ওপেনের বিশেষ দিন বুধবার। ফরাসি ওপেন কর্তৃপক্ষ জানিয়েছেন এ দিন রোলাঁ গারোজে আয়োজকরা আসবেন রামধনু রঙের জামা পরে। কেন এমন সিদ্ধান্ত? এর পিছনে রয়েছে এক ঐতিহাসিক ঘটনা।
২০১৩ সালে ফ্রান্স সরকার সমলিঙ্গের বিবাহে সম্মতি দিয়েছিল। তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ সই করেছিলেন নতুন আইনে। সমলিঙ্গ বিবাহ এবং এই ধরনের দম্পতিদের সন্তান দত্তক নেওয়ার অধিকারের দাবিতে এক মাসের বেশি আন্দোলন হয়েছিল ফ্রান্সে। প্রেসিডেন্টের সইয়ে শেষ হয়েছিল সেই আন্দোলন। ফ্রান্স সরকারের সেই ঐতিহাসিক সিদ্ধান্তের ১০ বছর পূর্ণ হচ্ছে এ বছর। সমকামীদের সেই জয় উদ্যাপনের সিদ্ধান্ত নিয়েছেন ফরাসি ওপেন কর্তৃপক্ষ। তাই বুধবার আয়োজকদের সকলে রোলাঁ গারোজে রামধনু রঙের জামা পরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
সংগঠকেরা জানিয়েছেন, যাঁরা খেলা দেখতে আসবেন ইচ্ছা করলে তাঁরাও রামধনু রঙের জামা পরতে পারেন। সমকামীদের সমর্থনে বিশেষ অস্থায়ী ট্যাটু দেওয়া হবে খেলা দেখতে আসা টেনিসপ্রেমীদেরও। সমাজমাধ্যমে ফরাসি ওপেনের পেজগুলিও সাজানো হয়েছে রামধনু রঙে। শুধু তাই নয়, রোলাঁ গারোজকেও সাজানো হচ্ছে রামধনু রঙের আলোয়। ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন জানিয়েছে, কোর্টগুলিও সাজানো হবে রামধনু রঙে।