Rafael Nadal

Rafael Nadal: থমসনকে হারিয়ে সহজেই প্রথম রাউন্ডে জিতে ফরাসি ওপেনে এগোলেন নাদাল

ম্যাচে আগাগোড়া দাপট ছিল নাদালেরই। অস্ট্রেলিয়ার খেলোয়াড়কে দাঁড়াতেই দিলেন না তিনি। তিন সেটেই ম্যাচ পকেটে পুরে নিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ মে ২০২২ ২১:৩৬
Share:

জিতলেন নাদাল। ছবি রয়টার্স

ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে সহজেই জিতে গেলেন রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়ার জর্ডান থমসনকে সরাসরি সেটের লড়াইয়ে উড়িয়ে দিলেন তিনি। দু’ঘণ্টার সামান্য বেশি সময় লেগেছে তাঁর ম্যাচ জিততে। ফল নাদালের পক্ষে ৬-২, ৬-২, ৬-২।

Advertisement

পায়ের ব্যথা নিয়েই এ বারের ফরাসি ওপেনে নেমেছেন নাদাল। এই প্রতিযোগিতায় তিনি ১৪ বারের বিজয়ী। গত বারও তিনি এই ট্রফি জেতেন। কিন্তু এ বার যে ট্রফি পাবেনই, এই আত্মবিশ্বাস নাদাল নিজেও দেখাতে পারছেন না। তবে প্রথম রাউন্ডের ম্যাচ দেখে অন্তত কোনও বিপদের আশঙ্কা পাওয়া গেল না।

প্রথম থেকেই নাদাল ছিলেন আক্রমণাত্মক। থমসনকে দাঁড়াতেই দেননি তিনি। এক বারও থমসন তাঁকে ব্রেক করতে পারেননি। প্রথম ম্যাচ পয়েন্ট পেয়েই সেটিকে কাজে লাগিয়েছেন নাদাল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement