french open

French Open 2021: ফ্রান্সে গ্রিক বিপ্লব, গ্রিসের প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে চিচিপাস

২২ বছরের এই টেনিস খেলোয়াড় অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ২ বার খেললেও ফাইনালে উঠতে পারেননি

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১১ জুন ২০২১ ২২:৪৩
Share:

স্টেফানোস চিচিপাস। ছবি: রয়টার্স

ফরাসি ওপেনের ফাইনালে স্টেফানোস চিচিপাস। প্রথম গ্রিক খেলোয়াড় হিসেবে কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করলেন তিনি। ৬-৩, ৬-৩, ৪-৬, ৪-৬, ৬-৩ গেমে জার্মানির অ্যালেক্সান্ডার জেরেভকে হারিয়ে দিলেন চিচিপাস।

Advertisement

২২ বছরের চিচিপাস অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ২ বার খেললেও ফাইনালে উঠতে পারেননি। ফরাসি ওপেনে সেই বাধা টপকালেন তিনি। প্রথম ২ সেটে জিতলেও জেরেভ ম্যাচে ফেরেন তৃতীয় এবং চতুর্থ সেটে। তবে শেষ সেটে ৫-২ ফল থাকার সময় লম্বা লড়াই চলে ২ টেনিস তারকার। চিচিপাসের একের পর এক ম্যাচ পয়েন্ট ভাঙতে থাকেন জেরেভ। ম্যাচে ১১টি এস মারেন জার্মান তারকা। তবুও শেষ রক্ষা হয়নি।

ফাইনালের চিচিপাসের মুখোমুখি হবেন রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচের ম্যাচের বিজয়ী। রবিবার সেই ফাইনালের দিকে চোখ থাকবে টেনিস বিশ্বের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement