বারবরা ক্রেইসিকোভার। ছবি: রয়টার্স
ফরাসি ওপেন জিতলেন বারবরা ক্রেইসিকোভা। মেয়েদের সিঙ্গলসে নতুন বিজয়ী। বিপক্ষে থাকা অ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে ৬-১, ২-৬, ৬-৪ গেমে হারিয়ে দিলেন তিনি। ২ জনেই প্রথম বারের জন্য ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন তাঁরা।
প্রথম সেটে ক্রেইসিকোভা প্রায় দাঁড়াতেই দেননি পাভলিউচেঙ্কোভাকে। ৩০ মিনিটের মধ্যে প্রথম সেট জিতে নেন তিনি। এক সময় প্রথম সেটের ফল ছিল ২-১। সেখান থেকে ক্রেইসিকোভা সেট জিতে নেন ৬-১ ব্যবধানে। ২৯ বছরের পাভলিউচেঙ্কোভা প্রথম সেটে না পারলেও লড়াইয়ে ফেরেন দ্বিতীয় সেটে। ৬-২ ব্যবধানে সেই সেট জিতে নেন তিনি। লড়াই জমে ওঠে তৃতীয় সেটে।
ফাইনাল ম্যাচ চলাকালীন চোট পান পাভলিউচেঙ্কোভা। শুশ্রূষা নিতে হয় তাঁকে। বোঝা যায় কুঁচকিতে চোট পেয়েছেন তিনি। সেই নিয়েই তৃতীয় সেটে লড়াই করেন পাভলিউচেঙ্কোভা। শেষ সেটে ৬-৪ ব্যবধানে জেতেন ক্রেইসিকোভা। সেই সঙ্গে নতুন একজন বিজয়ীকে পেয়ে যায় ফরাসি ওপেন।