ফ্রাঞ্জো প্রিৎসে টুইটার
ইস্টবেঙ্গলে সই করলেন ক্রোয়েশিয়ান ডিফেন্ডার ফ্রাঞ্জো প্রিৎসে। দেশের যুব দলে খেলে আসা এই ফুটবলারের উচ্চতা ছয় ফুট। দ্রুত দলগঠনের প্রক্রিয়া সারতে হচ্ছে এসসি ইস্টবেঙ্গলকে। স্লোভানিয়ার মিডফিল্ডার আমির ডার্ভিসিচকে সই করানোর পর অস্ট্রেলিয়ান ডিফেন্ডার টমিস্লাভকে সই করিয়েছে এসসি ইস্টবেঙ্গল। এ বার নিজেদের রক্ষণভাগকে আরও শক্তিশালী করতে ফ্রাঞ্জোকে দলে নিল এসসি ইস্টবেঙ্গল।
লাজিয়োতে খেলার অভিজ্ঞতা রয়েছে ২৫ বছর বয়সি এই ডিফেন্ডারের। দেশের হয়ে অনূর্ধ্ব-১৬, ১৭, ১৮, ১৯, ২১ দলে খেলেছেন ফ্রাঞ্জো। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আইএসএল-এ ভাল খেলতে চান তিনি।
শোনা যাচ্ছে, স্ট্রাইকার হিসেবে দলে সই করতে পারেন নাইজেরিয়ার স্ট্রাইকার ড্যানিয়েল চিমা। ৩০ বছর বয়সি এই স্ট্রাইকার নরওয়ে, চিন ও ফিনল্যান্ডের বিভিন্ন ক্লাবে এর আগে খেলেছেন।
ড্যানিয়েল চিমা টুইটার