Paris 2024

অলিম্পিক্সের ছাড়পত্র পেয়ে গেলেন নীরজ, এখনও পর্যন্ত ভারতের ১৪ জনের প্যারিস যাওয়া নিশ্চিত? কারা?

গত টোকিয়ো অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন ১২৬ জন ক্রীড়াবিদ। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তাদের আশা, প্যারিসে কমপক্ষে ১৫০ জন ভারতীয় ক্রীড়াবিদকে দেখা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৩ ২১:০৬
Share:

নীরজ চোপড়া। ছবি: রয়টার্স।

বিশ্ব অ্যাথলেটিক্সের আসরে আগামী বছরের প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছেন নীরজ চোপড়া। টোকিয়ো অলিম্পিক্সে সোনা জয়ী অ্যাথলিট প্রথম ভারতীয় নন। তাঁর আগে আরও ১৩ জন ভারতীয় আগামী অলিম্পিক্সের টিকিট পেয়েছেন।

Advertisement

গত অলিম্পিক্সে অংশগ্রহণ করেছিলেন ভারতের ১২৬ জন ক্রীড়াবিদ। আশা করা হচ্ছে প্যারিসে আরও বেশি সংখ্যক ভারতীয় অংশগ্রহণ করবেন। যদিও এখনও পর্যন্ত শুটিং এবং অ্যাথলেটিক্স ছাড়া কোনও খেলায় ভারতের অংশগ্রহণ নিশ্চিত হয়নি। নীরজকে নিয়ে মোট সাত জন অ্যাথলিট প্যারিসে নামার যোগ্যতা অর্জন করেছেন। বিভিন্ন প্রতিযোগিতায় পারফরম্যান্সের ভিত্তিতে তাঁরা সরাসরি যোগ্যতা অর্জন করেছেন। যেমন শুক্রবার নীরজ ৮৮.৭৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছেন। অলিম্পিক্সে সরাসরি যাওয়ার জন্য ৮৫.৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়তে হত। নীরজ ছাড়াও প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছেন আকাশদীপ সিংহ (২০ কিলোমিটার হাঁটা), বিকাশ সিংহ (২০ কিলোমিটার হাঁটা), পরমজিৎ বিস্ত (২০ কিলোমিটার হাঁটা), প্রিয়াঙ্কা গোস্বামী (২০ কিলোমিটার হাঁটা), মুরলি শ্রীশঙ্কর (লং জাম্প), অবিনাশ সাবেল (৩০০০ মিটার স্টেপলচেজ)।

শুটিংয়ে সাত জন ভারতীয় প্যারিসে অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। শুটিংয়ে অবশ্য যিনি কোটা নিশ্চিত করেছেন, তিনিই অংশগ্রহণ করবেন এমন নিশ্চয়তা নেই। সংশ্লিষ্ট বিভাগে অলিম্পিক্সের সময় দেশের সেরা শুটার অংশগ্রহণ করবেন। ভারতের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে পুরুষদের ট্র্যাপ, ১০ মিটার এয়ার রাইফেল, ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন (দু’জন), মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল, ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন এবং ট্র্যাপ বিভাগে। শুটিংয়ের এই সাতটি বিভাগে ভারতের অংশগ্রহণ নিশ্চিত করেছেন যথাক্রমে ভৌনিশ মেন্দিরাত্তা, রুদ্রাঙ্ক পাতিল, স্বপ্নিল কুসালে, অখিল শেওরান, মেহুলি ঘোষ, সিফট কৌর সামরা এবং রাজেশ্বরী কুমারী।

Advertisement

অর্থাৎ, সব মিলিয়ে ১৪ জন ভারতীয় ক্রীড়াবিদের প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণ নিশ্চিত। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তাদের আশা, প্যারিসে কমপক্ষে ১৫০ জন ভারতীয় ক্রীড়াবিদকে দেখা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement