ফরমুলা ওয়ানকে বিদায় জানাতে চলেছেন ভেটেল ফাইল চিত্র
ফরমুলা ওয়ানকে বিদায় জানাতে চলেছেন চার বারের চ্যাম্পিয়ন সেবাস্টিয়ান ভেটেল। এই মরসুমের পরেই অবসর নেবেন তিনি। জার্মান গাড়িচালক জানিয়েছেন, পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
নিজের অবসরের সিদ্ধান্ত নিয়ে ভেটেল বলেন, ‘‘এই সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে কঠিন ছিল। অনেক দিন ভেবে তার পরে সিদ্ধান্ত নিয়েছি। মরসুমের শেষে বিদায় নিয়ে ভাবব যে এর পরে কী করব। সদ্য বাবা হয়েছি। তাই পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে চাই।’’
২০১০ থেকে পর পর তিন বছর ফরমুলা ওয়ান জিতেছেন ভেটেল। তখন রেড বুলের হয়ে গাড়ি চালাতেন তিনি। তার পরে ফেরারিতে যোগ দেন ভেটেল। ২০১৯ সালে ফেরারির হয়ে শেষ প্রতিযোগিতা জেতেন জার্মান গাড়িচালক। এই মরসুমে অ্যাস্টন মার্টিনের হয়ে প্রতিযোগিতায় নামছেন ভেটেল। তবে উল্লেখযোগ্য ফল করতে পারেননি তিনি।