ক্রিস গেল ও অ্যামব্রোস ফাইল চিত্র
টি২০ বিশ্বকাপে ক্রিস গেলের দলে জায়গা পাওয়া নিয়ে কটাক্ষ করেছিলেন কার্টলে অ্যামব্রোস। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন জোরে বোলারের মনে হয়েছিল টি২০ বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার যোগ্যতা নেই গেলের। পাল্টা দিয়েছিলেন গেলও। বলেছিলেন, তাঁর কাছে অ্যামব্রোসের কথার কোনও গুরুত্বই নেই। এ বার গেল ও অ্যামব্রোসের এই বিতর্কে যোগ দিলেন ভিভিয়ান রিচার্ডস।
অ্যামব্রোসের কথা সমর্থন না করলেও গেলের জবাবের বিরোধিতায় সরব হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার। ভিভ বলেন, ‘‘অ্যামব্রোস ওর নিজের মতামত জানিয়েছে। গেলের মত অ্যামব্রোসও সফল ক্রিকেটার। সেই কারণে তাঁকে সম্মান জানান উচিত।’’
গেলের জায়গায় থাকলে অ্যামব্রোসের বক্তব্যের থেকে অনুপ্রাণিত হয়ে আরও ভাল খেলতেন তিনি। এমনটাই জানিয়েছেন ভিভ। তিনি বলেন, ‘‘আমি যদি গেল হতাম, তা হলে নিজে কী করতে পারি তার দিকে আরও বেশি করে নজর দিতাম। অনেকেই গেলের দলে থাকা নিয়ে সমালোচনা করতে পারে। তবে ব্যাক্তিগত ভাবে আমি মনে করি গেল এখনও দারুণ ক্রিকেটার। এই ধরনের সমালোচনা থেকে অণুপ্রেরণা নিতে পারত গেল।’’
গেল যদিও আশাবাদী তৃতীয়বার ওয়েস্ট ইন্ডিজকে খেতাব জেতানোর ব্যাপারে।