Martina Navratilova

তিনি ক্যানসারমুক্ত, জানিয়ে দিলেন নাভ্রাতিলোভা

শুধু সিঙ্গলসেই ১৮টি গ্র্যান্ড স্ল্যামজয়ী মহাতারকার বয়স ৬৬। জানুয়ারিতে মার্টিনা নাভ্রাতিলোভা জানিয়েছিলেন, তাঁর গলায় ক্যানসার ধরা পড়েছে। একটু দেরি না করেই সেই মাসেই চিকিৎসা শুরু করে দেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জুন ২০২৩ ০৮:৩২
Share:

কিংবদন্তি টেনিস তারকা মার্টিনা নাভ্রাতিলোভা। —ফাইল চিত্র।

ভাল আছেন মার্টিনা নাভ্রাতিলোভা। কিংবদন্তি টেনিস তারকা নিজেই জানিয়েছেন, এখন তিনি সম্পূর্ণ ক্যানসারমুক্ত। সোমবার চিকিৎসকেরা যাবতীয় পরীক্ষা করে তাঁকে আশ্বস্ত করেছেন। তাতে দারুণ খুশি মার্টিনা টুইট করেছেন, ‘‘সমস্ত ডাক্তার, নার্স, প্রোটন ও রেডিয়েশন জাদুকরদের ধন্যবাদ। কী যে স্বস্তি বোধ করছি বলে বোঝাতে পারব না।’’

Advertisement

শুধু সিঙ্গলসেই ১৮টি গ্র্যান্ড স্ল্যামজয়ী মহাতারকার বয়স ৬৬। জানুয়ারিতে নিজেই জানিয়েছিলেন, তাঁর গলায় ক্যানসার ধরা পড়েছে। একটু দেরি না করেই সেই মাসেই চিকিৎসা শুরু করে দেন। শুধু তাই নয় ২০১০ সালে তাঁর স্তন ক্যানসার ধরা পড়ে। সে সময়ও অস্ত্রোপচার হয়েছিল (লামপেকটমি)। প্রসঙ্গত শারীরিক সমস্যার মধ্যেও মার্টিনা মার্চে মায়ামি ওপেনে টিভি চ্যানেলে ধারাভাষ্যের কাজ করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement