দিল্লির যন্তর মন্তরে ধর্না দিচ্ছেন বজরং পুনিয়া (বাঁ দিকে), বিনেশ ফোগটরা। —ফাইল চিত্র
ভারতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ শরন সিংহের গ্রেফতারির দাবিতে ২৮ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে ধর্না দিচ্ছেন কুস্তিগিররা। সেই ধর্নাকে সমর্থন করলেন বাংলার প্রাক্তন ক্রীড়াবিদদের। কেন্ত্রীয় ক্রীড়ামন্ত্রীকে চিঠি লিখেছেন তাঁরা।
সাঁতারে সোনাজয়ী বুলা চৌধুরী, ইংলিশ চ্যানেল অতিক্রমকারী সায়নী দাস, ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক কুন্তলা ঘোষ দস্তিদার, প্রাক্তন ফুটবলার সুকুমার সমাজপতি, ভাস্কর গঙ্গোপাধ্যায়, সুব্রত পাল, বিশ্বজিৎ ভট্টাচার্য, তুষার রক্ষিত, অমিত ভদ্র, দেবাশিস পাল চৌধুরী, লালকমল ভৌমিক, রঞ্জিত মুখোপাধ্যায়, প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়, উৎপল চট্টোপাধ্যায়রা চিঠি লিখেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে। চিঠিতে রয়েছেন বাংলার ক্রিকেটার অনুষ্টুপ মজুমদারও।
চিঠিতে তাঁরা কেন্দ্রকে জানিয়েছেন, প্রায় এক মাস ধরে কুস্তিগিররা ধর্না দিচ্ছেন দিল্লিতে। তাঁদের ন্যায় বিচারের দাবি করেছেন তাঁরা। এই বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন প্রাক্তন ক্রীড়াবিদরা। যাতে দ্রুত এই সমস্যার সমাধান হয় তার আবেদন করেছেন তাঁরা।
এই প্রসঙ্গে প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র জানিয়েছেন, এ ভাবে ধর্নায় বসে থাকলে ক্রীড়াবিদদের খেলার উপরও প্রভাব পড়বে। আইনের রাস্তা তো সবার জন্য খোলা। কুস্তিগিরদের অভিযোগ গ্রহণ করে দ্রুত তদন্ত শুরু করা উচিৎ। কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছে সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআইও। সংগঠনের নেতা-নেত্রীরা গিয়ে কথা বলে এসেছেন কুস্তিগিরদের সঙ্গে।
ব্রিজভূষণের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে যন্তর মন্তরে বিক্ষোভ দেখাচ্ছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগটরা। দিল্লি পুলিশের বিরুদ্ধেও অভিযোগ করেছেন তাঁরা। কুস্তিগিরদের বিক্ষোভের মুখে পড়ে ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। তবে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন ব্রিজভূষণ।