Covid 19

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাক ক্রিকেটারের মৃত্যু

১৯৮৮ সালে পেশাদার ক্রিকেটে অভিষেক হয়েছিল জাফর সরফরাজের। পেশোয়ারের হয়ে ১৫টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলেছিলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২০ ১৩:১৮
Share:

প্রতীকী ছবি।

করোনা-আক্রান্ত হয়ে মারা গেলেন পাকিস্তানের প্রাক্তন প্রথম শ্রেণির ক্রিকেটার জাফর সরফরাজ। ৫০ বছরের প্রাক্তন এই ক্রিকেটার গত তিন দিন ধরে পেশোয়ারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে।

Advertisement

পাকিস্তান জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার আখতার সরফরাজের ভাই জাফর সরফরাজ। ১০ মাস আগেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান আখতার। এ বার চলে গেলেন তাঁর ভাইও।

১৯৮৮ সালে পেশাদার ক্রিকেটে অভিষেক হয়েছিল জাফর সরফরাজের। পেশোয়ারের হয়ে ১৫টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলেছিলেন তিনি। করেছিলেন ৬১৬ রান। বাঁ হাতি মিডল অর্ডার ব্যাটসম্যান ছিলেন জাফর সরফরাজ।

Advertisement

আরও পড়ুন: হার না-মানা জেদি বিরাটে মুগ্ধ লক্ষ্মণ

১৯৯৪ সালে ব্যাট-প্যাড তুলে রাখেন জাফর। তার আগে ছ’টি একদিনের ম্যাচ থেকে ৯৬ রান করেছিলেন। ক্রিকেটজীবন শেষ করে কোচিং জীবন শুরু করেন জাফর। পেশোয়ারের সিনিয়র ও অনূর্ধ্ব-১৯ দলকে কোচিং করান জাফর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement