Mohammad Hafeez

Mohammad Hafeez: পাকিস্তানে পেট্রল নেই, টাকা নেই, টুইটে ক্ষোভ উগরে দিলেন হাফিজ

পাকিস্তানের শোচনীয় অবস্থার কথা জানালেন মহম্মদ হাফিজ। সেই সঙ্গে প্রশ্ন তুললেন দেশের নেতাদের বিরুদ্ধেও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ মে ২০২২ ২০:১৫
Share:

হাফিজ জানালেন পাকিস্তানের অবস্থা। —ফাইল চিত্র

বরাবর স্পষ্ট কথা সোজা ভাবে বলতে পছন্দ করেন মহম্মদ হাফিজ। ক্রিকেট খেলার সময়ও দেখা গিয়েছিল বোর্ডের বিরুদ্ধে কথা বলতে ভয় পেতেন না তিনি। বুধবার টুইটারে সাধারণ মানুষের কথা তুলে ধরলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার হাফিজ। পাকিস্তানের শোচনীয় অবস্থার কথা জানালেন এবং প্রশ্ন তুললেন দেশের নেতাদের বিরুদ্ধে।

Advertisement

বুধবার টুইটে হাফিজ লেখেন, ‘লাহোরের কোনও পেট্রল পাম্পে তেল নেই? এটিএমে টাকা নেই? রাজনৈতিক সিদ্ধান্তের কারণে কেন সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হবে।’ সেই টুইটে তিনি যেমন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ট্যাগ করেছেন, তেমনই ট্যাগ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শারিফকে। আরও অনেক রাজনৈতিক ব্যক্তিকেও ট্যাগ করেছেন সেই টুইটে।

ইমরান সরে যাওয়ার পর পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন শেহবাজ।

Advertisement

পাকিস্তানের হয়ে তিন ধরনের ক্রিকেটেই খেলেছেন হাফিজ। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দলের সদস্য ছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজারের বেশি রান রয়েছে এই অলরাউন্ডারের। রয়েছে ২৫০-র বেশি উইকেট। পাকিস্তান ক্রিকেট দলকে নেতৃত্বও দিয়েছেন হাফিজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement