Inzamam Ul-Haq

ভারতে ক্রিকেটার তৈরির মেশিন আছে, মনে করেন ইনজামাম

নতুন ক্রিকেটারদের খেলা দেখে মনে হচ্ছে না তাঁরা প্রথমবার ভারতের জার্সি পরে খেলতে নামছেন। টেস্ট, একদিনের ম্যাচ বা টি২০ সবেতেই সাবলীল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২১ ২০:০৮
Share:

ইনজামাম উল হক ছবি টুইটার

একের পর এক ভারতীয় ক্রিকেটাররা অভিষেক ম্যাচেই নিজেদের জাত চেনাচ্ছেন। ভারতের এই তরুণ ক্রিকেটারদের দেখে অবাক পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক। তিনি বলেন, ‘‘ভারত বোধ হয় কোনও মেশিন বসিয়ে রেখেছে। সেই কারখানা থেকে একের পর এক ক্রিকেটার তৈরি হচ্ছে। আগের ম্যাচেও দুই ক্রিকেটার (ক্রুণাল পাণ্ড্য ও প্রসিদ্ধ কৃষ্ণ) অভিষেক ম্যাচেই দারুণ খেলেছে।’’

Advertisement

নতুন ক্রিকেটারদের খেলা দেখে মনে হচ্ছে না তাঁরা প্রথমবার ভারতের জার্সি পরে খেলতে নামছেন। টেস্ট, একদিনের ম্যাচ বা টি২০ সবেতেই সাবলীল। অস্ট্রেলিয়া সফরে তিন ধরনের ক্রিকেটেই সফল হয়েছিলেন অভিষেক করা টি নটরাজন। এরপর একে একে ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর বা ইশান কিশান, ক্রুণাল পাণ্ড্য ও প্রসিদ্ধ কৃষ্ণরাও নিজেদের জাত চেনাচ্ছেন। ইনজি বলেন, ‘‘এরা দলের অভিজ্ঞ ক্রিকেটারদের বার্তা দিচ্ছে, দলে থাকতে গেলে ভাল খেলে যেতে হবে।’’

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আরও বলেন, ‘‘অস্ট্রেলিয়া সফর থেকেই দেখছি সব ধরনের ক্রিকেটে প্রতি ম্যাচেই কোনও না কোনও নতুন তারকা ক্রিকেটার উঠে আসছে। অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তরুণরাও ভাল খেলতে থাকায় দলের শক্তি অনেকটাই বেড়ে যাচ্ছে। ফলে গত ছয় মাসে ভারতের অসাধারণ খেলার কারণ ওরাই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement