মিসবা উল হক। —ফাইল চিত্র
পাকিস্তানের জাতীয় দল নিয়ে কোনও সমালোচনাই কানে নেন না বলে জানাচ্ছেন মিসবা উল হক। নিজের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত নন তিনি। সিরিজ ধরে ধরে দলকে নিয়ে এগিয়ে যেতে চান বলে জানাচ্ছেন পাকিস্তানের প্রধান প্রশিক্ষক।
এক সাংবাদিক বৈঠকে মিসবা বলেন, “সমালোচকদের কথার গুরুত্ব নেই আমার কাছে। আমরা শুধু কাজ করতে পারি আর চেষ্টা করতে পারি। ফলাফল কী হবে তা আমাদের হাতে নেই। নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবিনি এখনই ভাবতেও চাই না।” মিসবা জানিয়েছেন নির্বাচকরা নতুন ক্রিকেটারদের সুযোগ দিয়ে দেখতে চাইছেন সব ধরনের ক্রিকেটে।
মিসবা বলেন, “করোনার কারণে পরিস্থিতি পাল্টেছে। দলে বেশি ক্রিকেটার রাখতে হচ্ছে। নতুনদের দেখে নেওয়ার সুযোগ পাওয়া যাচ্ছে। তবে সামনের ইংল্যান্ড সফরে আমরা শুধু সেই ক্রিকেটারদের নিয়েই যাব যারা টি২০ বিশ্বকাপে সুযোগ পাবে। বয়স দেখব না, যে পারফর্ম করবে সেই দলে থাকবে।”