নিউজিল্যান্ডের হয়ে ১৯টি টেস্ট খেলেছেন জন রিড। ছবি টুইটার
প্রয়াত হলেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জন রিড। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিউজিল্যান্ড ক্রিকেট রিডের মৃত্যুর খবর জানিয়েছে।
নিউজিল্যান্ডের হয়ে ১৯টি টেস্ট খেলেছেন তিনি। মোট ১২৯৬ রান করেছেন। গড় ৪৬.২৮। রয়েছে ৬টি শতরান। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ১০৮ রানের ইনিংসও রয়েছে।১৯৮৫ সালে ব্রিসবেনের গাব্বায় নিউজিল্যান্ড সেই ম্যাচ ইনিংস ও ৪১ রানে জেতে। ওই ম্যাচে মার্টিন ক্রো ১৮৮ রান করেছিলেন। তৃতীয় উইকেটে দুজনে ২২৫ রান যোগ করেন। ওই ম্যাচেই রিচার্ড হ্যাডলি প্রথম ইনিংসে ৫২ রান দিয়ে ৯ উইকেট নেন।
একদিনের ক্রিকেটে খেলেছেন ২৫টি ম্যাচ। সেখানে ২৭.৫২ গড়ে ৬৩৩ রান রয়েছে তাঁর।
আরও খবর: দুবাইতে সস্ত্রীক চহালকে ডিনার খাওয়ালেন ধোনি, সাক্ষী
আরও খবর: পি কে, চুনীর পর এ বার চলে গেলেন নিখিল নন্দীও
কিউই ব্যাটসম্যানদের মধ্যে স্পিন বোলিং খেলতে পারার ব্যাপারে হাতে গোনা যে কয়েকজনের খ্যাতি ছিল, রিড তাঁদের মধ্যে বেশ ওপরের দিকেই থাকবেন।