এ বার পক্ষাঘাতে আক্রান্ত হলেন ক্রিস কেয়ার্নস ফাইল চিত্র
যে মানুষটি একটা সময় বাইশ গজের যুদ্ধে দাপিয়ে বেড়াতেন, সেই ক্রিস কেয়ার্নস তাঁর দুটি পায়ের শক্তি হারালেন। তাঁর দুটি পা এখন পক্ষাঘাতে আক্রান্ত। হাঁটা-চলার ক্ষমতা হারিয়েছেন তিনি। পুরোপুরি সুস্থ হতে অনেক সময় লাগবে। এমনটাই জানিয়েছেন তাঁর চিকিৎসক ও আইনজীবীরা।
নিউজিল্যান্ডের এই অলরাউন্ডারের আইনজীবী বলেন, “ওর শিরদাঁড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে পা। আপাতত হুইল চেয়ারেই চলতে হবে। এখন নিয়মিত রিহ্যাব ও ফিজিওথেরাপি করতে হবে। নিয়মিত আনতে হবে হাসপাতালে। পর্যবেক্ষণ ও রিহ্যাবের মাধ্যমে সুস্থ করা সম্ভব কেয়ার্নসকে।”
এখন অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানাবেরায় থাকেন কেয়ার্নস। তাঁর অস্ত্রোপচার হয়েছে সিডনিতে।
১৯৮৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন এই অলরাউন্ডার। বল হাতে পারফরম্যান্স করা ছাড়াও ব্যাট হাতেও তিনি ছিলেন অনবদ্য। নিউজিল্যান্ডের প্রাক্তন এই ক্রিকেটার কেরিয়ারের শেষ দিকে আইসিএল (ইন্ডিয়ান ক্রিকেট লিগ) খেলার পর ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত হন।