প্রাক্তন জাতীয় গোলকিপার শিবাজি বন্দ্যোপাধ্যায় প্রয়াত

প্রয়াত প্রাক্তন গোলকিপার শিবাজি বন্দ্যোপাধ্যায়। রবিবার রাতে হৃদরাগে আক্রান্ত হয়ে চলে গেলেন তিনি। গোলকিপারের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:৫৭
Share:

শিবাজী বন্দ্যোপাধ্যায়।

প্রয়াত প্রাক্তন গোলকিপার শিবাজি বন্দ্যোপাধ্যায়। রবিবার রাতে হৃদরাগে আক্রান্ত হয়ে চলে গেলেন তিনি। বাংলার এই প্রাক্তন গোলকিপার জাতীয় দলের সঙ্গে সঙ্গে খেলেছেন বিভিন্ন বড় ক্লাবে। রবিবার সন্ধ্যায় পার্ক সার্কাসে এক বন্ধুর বাড়ি গিয়েছিলেন তিনি। সেখানেই হঠাৎ শরীর খারাপ হওয়ায় বাথরুমে যান। কিন্তু দীর্ঘক্ষণ বাথরুম থেকে না বেরনোয় সকলের সন্দেহ হয়। বাথরুমের দরজা ধাক্কা দিয়েও কোনও সাড়া পাওয়া যায়নি। তারপর দরজা ভেঙে দেখা যায় তিনি বাথরুমে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে কাছের চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাক্তন এই গোলকিপারের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। ফুটবল জীবনের শুরুতে খেলেছিলেন ইস্টবেঙ্গল ক্লাবে। তারপর মোহনবাগান হয়ে খেলেছেন মহামেডানেও। এই মুহূর্তে মোহনবাগানের টেকনিক্যাল কমিটির সদস্য ছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement