প্রয়াত প্রণব গঙ্গোপাধ্যায় ফাইল চিত্র
প্রয়াত হলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার প্রণব গঙ্গোপাধ্যায়। বয়স হয়েছিল ৭৫ বছর। কয়েকদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। তবে কোভিডের কারণে তাঁর মৃত্যু হল কিনা তা স্পষ্ট নয়।
টানা ১২ বছর সবুজ মেরুনের হয়ে খেলেছেন প্রণব বাবু। তবে শুধু ফুটবল নয় তার পাশাপাশি হকি দলেও খেলতেন তিনি। এক বছর মোহনবাগান দলের অধিনায়কত্ব করেছিলেন পার্কসার্কাসের বাসিন্দা প্রণব গঙ্গোপাধ্যায়। ১৯৬৯ সালে আইএফএ শিল্ড ফাইনালে ৩-১ গোলে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে ট্রফি জেতে মোহনবাগান। সেই ম্যাচের নায়ক ছিলেন প্রণব। কোচ অমল দত্তের খুব প্রিয় ফুটবলার ছিলেন তিনই। তবে ফুটবল থেকে অবসর নিয়ে কোচিং ডিগ্রি করলেও কোচিং করাতে সেভাবে আগ্রহ দেখাননি কোনওদিন।
তাঁর মৃত্যুতে ময়দানে শোকের ছায়া। লন্ডনে থাকেন তাঁর কন্যা ও পুত্র প্রদীপ্ত গঙ্গোপাধ্যায়। বাবার মৃত্যুর খবর পেলেও এই অবস্থায় শহরে আসা নিয়ে চিন্তায় তাঁরা।