Body Builder

Viswanath Dutta death: ৮৮ বছর বয়সে প্রয়াত মিস্টার ইন্ডিয়া, শোকবার্তা মুখ্যমন্ত্রীর

সুস্বাস্থ্য ও শারীরিক সুষমার পূজারী এই বিশিষ্ট বডিবিল্ডার ১৯৬২ সালে মিষ্টার ইন্ডিয়া খেতাব অর্জন করেছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ১৬:৩১
Share:

প্রয়াত বডিবিল্ডার বিশ্বনাথ দত্ত। —ফাইল চিত্র

প্রয়াত বডিবিল্ডার বিশ্বনাথ দত্ত। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। প্রাক্তন মিস্টার ইন্ডিয়া বিশ্বনাথের প্রয়াণে শোকাহত দেহসৌষ্ঠব প্রদর্শন জগত। শোকবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Advertisement

সুস্বাস্থ্য ও শারীরিক সুষমার পূজারী এই বিশিষ্ট বডিবিল্ডার ১৯৬২ সালে মিষ্টার ইন্ডিয়া খেতাব অর্জন করেছিলেন। ১৯৬৩ সালে মিষ্টার এশিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় ও ১৯৬৪ সালে মিষ্টার ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সপ্তম স্থান অধিকার করেছিলেন বিশ্বনাথ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিশ্বনাথ দত্তের প্রয়াণে তিনি শোকাহত।

মুখ্যমন্ত্রীর মতে দেহসৌষ্ঠব প্রদর্শন জগতের অপূরণীয় ক্ষতি হল। তিনি বিশ্বনাথের পরিবার এবং অনুরাগীদের সমবেদনা জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement