Indian Football Team

Krishnaji Rao: প্রয়াত কৃষ্ণজি

২০০০ সালে ইংল্যান্ড সফরে ভারতীয় দলের সহকারী কোচও ছিলেন কৃষ্ণজি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ অগস্ট ২০২১ ০৮:৩৭
Share:

বিদায়: কৃষ্ণজির প্রয়াণে শোক ফুটবল মহলে। এআইএফএফ

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার ও কোচ কৃষ্ণজি রাও। রবিবার বেঙ্গালুরুতে প্রয়াত হন তিনি। ১৯৬৬ সালে ব্যাঙ্কক এশিয়ান গেমসে জাতীয় দলে অভিষেক হয় তাঁর। পরের বছর ইয়াঙ্গনে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বেও ভারতীয় দলে ছিলেন এই মিডফিল্ডার।

Advertisement

১৯৬৮ সালে কুয়ালা লামপুরে মারডেকা ট্রফিতেও খেলেছেন কৃষ্ণজি। জাতীয় দলের হয়ে চারটি ম্যাচ খেলেছেন তিনি। সন্তোষ ট্রফিতে মহীশূরের অধিনায়কও ছিলেন। বেঙ্গালুরুর সিইএল ক্লাবের হয়ে খেলতেন তিনি।

২০০০ সালে ইংল্যান্ড সফরে ভারতীয় দলের সহকারী কোচও ছিলেন কৃষ্ণজি। পরের বছর মারডেকা ট্রফিতে জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন তিনি। কৃষ্ণজির কোচিংয়েই ভারতীয় ফুটবলে অন্যতম শক্তি হিসেবে উঠে এসেছিল হ্যাল। তাঁর প্রয়াণে শোকহত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল্ল পটেল ও সচিব কুশল দাস।

Advertisement

সাফ মলদ্বীপে: সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল আয়োজনের দায়িত্ব পেল মলদ্বীপ। ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement