বিজেপি যোগ দিচ্ছেন লক্ষ্মণ শিবরামকৃষ্ণন। ছবি টুইটার
বিজেপি-তে যোগ দিলেন লক্ষ্মণ শিবরামকৃষ্ণন। ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার বুধবার চেন্নাইতে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন।
তামিলনাড়ুর দায়িত্বপ্রাপ্ত বিজেপি-র সর্বভারতীয় সম্পাদক সি টি রবি এবং তামিলনাড়ু বিজেপি-র সভাপতি এল মুরুগানের উপস্থিতিতে শিবরামকৃষ্ণনের রাজনীতিতে প্রবেশ হল। আগামী বছর তামিলনাড়ু বিধানসভার নির্বাচন। তার আগে রাজনীতিতে চলে এলেন শিবরামকৃষ্ণন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৭ বছর বয়সে টেস্ট অভিষেক হয় এই লেগ স্পিনারের। মোট ৯টি টেস্ট খেলে ২৬টি উইকেট নেন তিনি। একদিনের ক্রিকেটে তাঁর ১৫টি উইকেট আছে। ১৯৮৭ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ক্রিকেট ধারাভাষ্যে আসেন শিবরামকৃষ্ণন। প্রায় ২০ বছর ধরে তিনি ধারাভাষ্য দিচ্ছেন। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট আকাদেমিতে স্পিন বোলিং কোচও ছিলেন। পরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কমিটির সদস্যও হন।
আরও খবর: সৌরভের বাড়িতে অশোক ভট্টাচার্য, রাজনীতিতে না আসার পরামর্শ মহারাজকে