Azharuddin

ভুল করলে দ্বিতীয় বার সুযোগ দেওয়া উচিত ক্রিকেটারদের, মত আজহারের

আজীবন ক্রিকেট থেকে তাঁকে নির্বাসিত করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে অবশ্য ২০১২ সালে সেই নির্বাসন থেকে মুক্তি দেয় অন্ধপ্রদেশ উচ্চ আদালত। কিন্তু এক দশকের বেশি বাইশ গজ থেকে দূরে থাকার কষ্ট ভারতীয় প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের থেকে কে আর বেশি বোঝে!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:২৩
Share:

বিসিসিআইকে 'তোপ' প্রাক্তন অধিনায়কের

আজীবন ক্রিকেট থেকে তাঁকে নির্বাসিত করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে অবশ্য ২০১২ সালে সেই নির্বাসন থেকে মুক্তি দেয় অন্ধপ্রদেশ উচ্চ আদালত। কিন্তু এক দশকের বেশি বাইশ গজ থেকে দূরে থাকার কষ্ট ভারতীয় প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের থেকে কে আর বেশি বোঝে!

Advertisement

আরও পড়ুন- ওরা যে এক নম্বর টেস্ট দল, দেখিয়ে দিক বিরাটরা

বৃহস্পতিবার সেই কষ্টই ফুটে উঠল আজহারউদ্দিনের মন্তব্যে। স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত ভারতীয় পেসার শ্রীসন্থ সম্পর্কে প্রাক্তন অধিনায়ক বলেন, “ভুল করলেও প্রত্যেক ক্রিকেটারকে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত।” ২০১৩-র আইপিএলে ম্যাচ গড়াপেটা করার অভিযোগে শ্রীসন্থকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করে বিসিসিআই। তবে, পুলিশের দায়ের করা অভিযোগ সঠিক প্রমাণের অভাবে খারিজ করে দেয় দিল্লির উচ্চ আদালত। এরপরও শ্রীসন্থকে সরকারি ভাবে এখনও খেলার অনুমতি দেয়নি বিসিসিআই। এমনকী স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলার জন্য শ্রীসন্থ যে আবেদন করেছিলেন, তা-ও সরাসরি খারিজ করে দেয় তত্কালীন বোর্ড।

Advertisement

মাঠে ফেরার আবেদন

২০০০ সালে ম্যাচ গড়াপেটার অভিযোগে বেশ কিছু ক্রিকেটারকে ব্যান করে বিসিসিআই। অজয় জাদেজা, মনোজ প্রভাকরকে শাস্তি হিসেবে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এর সঙ্গে আজহারউদ্দিনকে আজীবন নির্বাসনে পাঠায় ভারতীয় ক্রিকেট বোর্ড। শাস্তি মেয়াদ শেষ হতেই অজয় জাদেজা প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। মনোজ প্রভাকরও দিল্লির রঞ্জি টিমের কোচ নিজে ফিরতে না পারলেও তাই স্পট ফিক্সিংয়ে মুক্ত ক্রিকেটারদের আরও একটা সুযোগ দেওয়ার পক্ষপাতি আজহার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement