Russia Ukraine War

Russia Ukraine War: রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেন, জন্মভূমির হয়ে যুদ্ধে নামতে চান প্রাক্তন বিশ্বসেরা বক্সার

ভিতালি জানিয়েছেন কিভের সাধারণ মানুষও লড়াই করার জন্য তৈরি। তিনি বলেন, “আমি ইউক্রেনকে বিশ্বাস করি, আমি দেশের উপর বিশ্বাস করি, আমি দেশের মানুষের উপর বিশ্বাস করি। ইউক্রেনের মানুষ শক্তিশালী। সেটাই প্রমাণিত হবে। সার্বভৌমত্ব ও শান্তির জন্য জনগণ আকুল।”

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২ ১০:২২
Share:

ভিতালি ক্লিৎসকো এবং ভ্লাদিমির ক্লিৎসকো। —ফাইল চিত্র

ইউক্রেনের হয়ে যুদ্ধে নামার জন্য তৈরি বিশ্বসেরা প্রাক্তন বক্সার ভিতালি ক্লিৎসকো। সেই সঙ্গে তাঁর ভাই ‘হল অব ফেম’ বক্সার ভ্লাদিমির ক্লিৎসকোও অস্ত্র তুলে নিতে তৈরি। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামতে চান ক্লিৎসকো ভাইরা।

বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সেনা অভিযান শুরু করেন। স্থলে, জলে এবং আকাশে ইউক্রেনের বিরুদ্ধে সেনা অভিযান চালায় রাশিয়া। ইতিমধ্যেই কয়েকশো মানুষ নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। ২০১৪ সাল থেকে ইউক্রেনের রাজধানী কিভের মেয়র ভিতালি। তিনি বলেন, “আমার কাছে আর কোনও উপায় নেই। আমাকে যুদ্ধ করতেই হবে।”

Advertisement

ভিতালি জানিয়েছেন কিভের সাধারণ মানুষও লড়াই করার জন্য তৈরি। তিনি বলেন, “আমি ইউক্রেনকে বিশ্বাস করি, আমি দেশের উপর বিশ্বাস করি, আমি দেশের মানুষের উপর বিশ্বাস করি। ইউক্রেনের মানুষ শক্তিশালী। সেটাই প্রমাণিত হবে। সার্বভৌমত্ব ও শান্তির জন্য জনগণ আকুল।”

প্রাক্তন বক্সার বলেন, “ইউক্রেনের মানুষ গণতন্ত্র বেছে নিয়েছিল। তারা যুদ্ধ চায়নি। কিন্তু, গণতন্ত্র একটি ভঙ্গুর শাসন। গণতন্ত্র নিজেকে রক্ষা করতে পারে না, এর জন্য প্রয়োজন নাগরিকদের ইচ্ছা, সবার অঙ্গীকার। মূলত, গণতন্ত্রবাদীদের ছাড়া গণতন্ত্র নেই।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement