আত্মহত্যা করতে গিয়েছিলেন মহিলা টেনিস খেলোয়াড় প্রতীকী চিত্র
মানসিক অবসাদ ঘিরে ধরেছিল তাঁকে। খেলার মাঝে মন খারাপ থাকত। খেলা ছেড়ে দেওয়ার পরেও অবসাদ যায়নি। পরিস্থিতি এমন হয়েছিল যে ২৬ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন টেনিস খেলোয়াড় জেলেনা ডকিচ।
২০১৪ সালে টেনিস থেকে অবসর নেন ডকিচ। বর্তমানে ধারাভাষ্যকার হিসাবে কাজ করেন তিনি। খেলা ছাড়ার পরেও অবসাদ দূর হয়নি তাঁর। চলতি বছর এপ্রিল মাসে আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি। নেটমাধ্যমে সে কথা জানান ডকিচ। তিনি লেখেন, ‘মাথার মধ্যে সারাক্ষণ কী যে চলত। ২৮ এপ্রিল ২৬ তলার ব্যালকনি থেকে ঝাঁপ দিতে গিয়েছিলাম।’
অস্ট্রেলিয়ার প্রাক্তন টেনিস খেলোয়াড় জেলেনা ডকিচ। ছবি: রয়টার্স
সবার কাছ থেকে নিজের দুঃখ লুকিয়েছেন ডকিচ। মনের মধ্যে কী চলছে তা কাউকে বুঝতে দেননি। ডকিচ লেখেন, ‘আমি চেয়েছিলাম মনের সব ব্যথা, কষ্ট দূর হোক। কিন্তু সেটা কী ভাবে হবে বুঝতে পারছিলাম না। সবার আড়ালে বাথরুমে গিয়ে কেঁদেছি। ঘরের চার দেওয়ালের মধ্যে থাকতে অসহ্য লাগছিল। আর পারছিলাম না।’
এর আগেও নিজের মানসিক অবসাদের কথা সবাইকে জানিয়েছেন ডকিচ। ২০১৭ সালে তাঁর বই ‘আনব্রেকেবল’-এ সে কথা লিখেছেন তিনি। তা হলে আবার কেন সেই সব কথা প্রকাশ্যে আনলেন ডকিচ। তার জবাবও দিয়েছেন প্রাক্তন টেনিস খেলোয়াড়। লিখেছেন, ‘আমি জানি আমিই এক মাত্র এই সমস্যায় ভুগছি না। আরও অনেকেরই এই সমস্যায় রয়েছে। তাদের পাশে থাকার বার্তা দিতেই এই লেখা।’
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।