প্রতীকী ছবি।
স্ত্রী ও মাকে খুনের অভিযোগে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী ভারতের প্রাক্তন শটপাটার ইকবাল সিংহ যুক্তরাষ্ট্রে গ্রেফতার হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রচারমাধ্যম জানাচ্ছে, ৬২ বছর বয়সি ইকবাল থাকেন পেনসিলভেনিয়ায়। সেখানকার পুলিশকে রবিবার সকালে ডেকে তিনি নিজের অপরাধের কথা স্বীকার করেন। সেই সময় ইকবাল নিজেও আহত ছিলেন। মনে করা হচ্ছে, নিজেকে ছুরি মারার চেষ্টা করেছিলেন তিনি। বাড়িতে দুই মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এর পরেই তাঁকে গ্রেফতার করা হয়।
১৯৮৩ সালে কুয়েতে অয়োজিত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন ইকবাল। তাঁর খেলোয়াড় জীবনে এটিই সব চেয়ে বড় জয়। এর পরেই তিনি যুক্তরাষ্ট্রে যান। সেখানে ট্যাক্সি চালকের কাজ করতেন ইকবাল। মার্কিন প্রচারমাধ্যম তাই জানাচ্ছে।