FC Barcelona

Barcelona: কোচ হিসেবে প্রথম হার বার্সেলোনা কোচ জাভির, ছুটছে রিয়াল মাদ্রিদ

বার্সেলোনার কোচ হিসেবে প্রথম বার হারের স্বাদ পেলেন জাভি। শনিবার ঘরের মাঠে বার্সেলোনা ০-১ ব্যবধানে হেরে গেল রিয়াল বেটিসের কাছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ ১৪:৫৯
Share:

হারল জাভির দল। ছবি রয়টার্স

বার্সেলোনার কোচ হিসেবে প্রথম বার হারের স্বাদ পেলেন জাভি। শনিবার ঘরের মাঠে বার্সেলোনা ০-১ ব্যবধানে হেরে গেল রিয়াল বেটিসের কাছে। প্রথম চারে তাদের উঠে আসার স্বপ্ন জোর ধাক্কা খেল। ফলে চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনের কাজও ক্রমশ কঠিন হচ্ছে।

Advertisement

শনিবার একাধিক সুযোগ নষ্ট করে বার্সেলোনা। গোলের সামনে পৌঁছেও গোল আসছিল না। শুধু বল নিয়ন্ত্রণই তাদের অস্ত্র ছিল। খেলার বিপরীতে ৭৯ মিনিটে বেটিসের দুরন্ত প্রতি আক্রমণে গোল খায় তারা। গোল করেন জুয়ানমি। কোচ হয়ে লা লিগার প্রথম দু’টি ম্যাচে জিতলেও জাভি স্বীকার করেছিলেন, ভাগ্যের জেরে জয় পেয়েছিলেন তাঁরা।

আগামী বুধবার আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বার্সেলোনার সামনে। চ্যাম্পিয়ন্স লিগে সামনে বায়ার্ন মিউনিখ। এই ম্যাচে না জিতলে এ বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন শেষ বার্সেলোনার। খেলতে হতে পারে ইউরোপা লিগে।

Advertisement

বার্সেলোনা যখন বিপদে, তখন দৌড়চ্ছে রিয়াল মাদ্রিদ। শনিবার তারা ২-০ ব্যবধানে হারিয়ে দিল রিয়াল সোসাইদাদকে। লা লিগার শীর্ষে তারা। দ্বিতীয় স্থানাধিকারী সেভিয়ার থেকে ৮ পয়েন্টে এগিয়ে। সাতে থাকা বার্সেলোনার থেকে ১৬ পয়েন্টে এগিয়ে। রিয়ালের হয়ে গোলদুটি করেন করিম বেঞ্জেমা এবং ভিনিসিয়াস জুনিয়র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement