Lionel Messi

বিশ্বকাপ জিতেও নিজের ক্লাবে কেন ট্রফি নিয়ে ঘুরতে পারেননি মেসি? রহস্য ফাঁস

২০২২ সালে ফুটবল বিশ্বকাপ জয়ের পর সেই দলের মাঠে ট্রফি নিয়ে ঘোরার অনুমতি পাননি মেসি। এত দিন পর জানা গেল কেন সেই অনুমতি দেওয়া হয়নি তাঁকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৪ ২১:২৮
Share:

লিয়োনেল মেসি। —ফাইল চিত্র।

ইন্টার মায়ামিতে খেলতে যাওয়ার আগে লিয়োনেল মেসি খেলতেন প্যারিস সঁ জরমঁ ক্লাবের হয়ে। ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ জয়ের পর সেই দলের মাঠে ট্রফি নিয়ে ঘোরার অনুমতি পাননি মেসি। এত দিন পর জানা গেল কেন সেই অনুমতি দেওয়া হয়নি তাঁকে।

Advertisement

২০২২ সালে কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ফ্রান্স দলে ছিলেন কিলিয়ান এমবাপে। তিনিও পিএসজি-তে খেলেন। সেই কারণেই ক্লাবের মাঠে ট্রফি নিয়ে ঘোরার অনুমতি পাননি মেসি। পিএসজি-র প্রেসিডেন্ট আল খেলাইফি বলেন, “মেসি ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপ জিতেছিল। সেই দেশের ক্লাবেই খেলে এমবাপে। আমরা চাইনি গোটা মাঠ মেসির বিপক্ষে চলে যাক। আমরা ফরাসি ক্লাব। সেখানকার মানুষের আবেগকেও সম্মান করতে হবে।”

বার্সেলোনা ছেড়ে পিএসজি-তে যোগ দিয়েছিলেন মেসি। কিন্তু সেখানে তাঁর দু’বছর একেবারেই সুখের ছিল না। সমর্থকেরা তাঁকে বিদ্রুপ করত। সেই কারণেই পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে চলে যান মেসি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement