FIFA Womens World Cup

রবিবার মেয়েদের বিশ্বকাপ ফাইনাল, স্পেন বনাম ইংল্যান্ডের ম্যাচ কখন, কোথায় দেখা যাবে?

মেয়েদের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি স্পেন এবং ইংল্যান্ড। রবিবার ফাইনালে সিডনিতে মুখোমুখি হচ্ছে দুই দল। কবে, কোথায়, কী ভাবে দেখা যাবে তা জানাল আনন্দবাজার অনলাইন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৩ ১৪:২৩
Share:

এই মাঠেই হবে বিশ্বকাপের ফাইনাল। ছবি: রয়টার্স।

এক মাস ব্যাপী মেয়েদের বিশ্বকাপ শেষ হতে চলেছে রবিবার। সিডনিতে ফাইনালে মুখোমুখি স্পেন এবং ইংল্যান্ড। দু’দলের কেউই আগে কোনও দিন বিশ্বকাপ জেতেনি। ফলে এ বার মেয়েদের বিশ্বকাপ পেতে চলেছে নতুন চ্যাম্পিয়ন। গত দু’বারের চ্যাম্পিয়ন আমেরিকা এ বার প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে। মেয়েদের বিশ্বকাপের ফাইনাল সম্পর্কে সব তথ্য দিল আনন্দবাজার অনলাইন:

Advertisement

কখন, কোথায় হবে ফাইনাল?

স্পেন এবং ইংল্যান্ডের ফাইনাল হবে রবিবার, দুপুর সাড়ে ৩টে থেকে।

Advertisement

কোথায় ফাইনাল হবে?

সিডনির অলিম্পিক্স স্টেডিয়ামে ফাইনাল হবে। এ বারের বিশ্বকাপ অস্ট্রেলিয়া এবং নিউ জ়িল্যান্ড যৌথ ভাবে আয়োজন করেছে। উদ্বোধন হয়েছিল নিউ জ়িল্যান্ডে। শেষ হচ্ছে অস্ট্রেলিয়ায়।

কী ভাবে ফাইনাল দেখা যাবে?

ভারতে ডিডি স্পোর্টস চ্যানেলে নির্দিষ্ট সময়ে সরাসরি সম্প্রচার দেখা যাবে।

লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা রয়েছে কি?

হ্যাঁ। ফ্যানকোড অ্যাপ ডাউনলোড করে মোবাইলে খেলা দেখতে পারেন। তবে সাবস্ক্রিপশন করাতে হবে আগে।

কোস্টা রিকাকে ৩-০ হারিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করেছিল স্পেন। পরের ম্যাচে জ়াম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দেয় তারা। শেষ ম্যাচে জাপানের কাছে ০-৪ হারলেও পরের পর্বে যেতে সমস্যা হয়নি। নকআউটে শেষ ষোলোয় সুইৎজারল্যান্ডকে ৫-১, কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে ২-১ এবং সেমিফাইনালে সুইডেনকে একই ব্যবধানে হারায় তারা।

ইংল্যান্ড হাইতিকে ১-০ হারিয়ে শুরু করেছিল। তার পরে নরওয়েকে ১-০ হারিয়েছে। শেষ ম্যাচে চিনকে হারায় ৬-১ গোলে। নকআউটে শেষ ষোলোয় নাইজেরিয়াকে টাইব্রেকারে ৪-২, কোয়ার্টারে কলম্বিয়াকে ২-১ গোলে এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারিয়েছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement