Wayne Rooney

Wayne Rooney: নতুন ভূমিকায় মেজর লিগ সকারের পুরনো ক্লাবে ফিরছেন রুনি

মেজর লিগ সকারের ক্লাব ডিসি ইউনাইটেডের কোচ হচ্ছেন রুনি। অতীতে আমেরিকার এই ক্লাবের হয়ে খেলেছেন। রুনিকে কোচ হিসাবে পেয়ে খুশি ক্লাব কর্তৃপক্ষ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১১ জুলাই ২০২২ ১২:৩২
Share:

গত মাসে রুনি ইস্তফা দিয়েছেন ডার্বি কাউন্টির কোচের পদ থেকে। ফাইল ছবি।

প্রথম বার বিদেশে কোচিং করাতে যাচ্ছেন ওয়েন রুনি। আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ডিসি ইউনাইটেডের কোচ হতে চলেছেন রুনি। ২০১৮ থেকে ২০২০ মরসুম পর্যন্ত ওয়াশিংটনের এই ক্লাবের হয়ে খেলেছেন তিনি।

Advertisement

ইংল্যান্ডের তৃতীয় ডিভিশনের ক্লাব ডার্বি কাউন্টির কোচ ছিলেন রুনি। ২০২০ সালে প্রশিক্ষক-ফুটবলার হিসাবে যোগ দেন। এক বছর খেলার পর অবসর নিয়ে শুধু কোচ হিসাবেই কাজ করছিলেন। গত মাসে রুনি ইস্তফা দেন। তার পর থেকেই তাঁকে কোচ হিসাবে চাইছিল আমেরিকার ডিসি ইউনাইটেড। আমেরিকায় গিয়ে কোচিং করানো নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন রুনি। শেষ পর্যন্ত প্রাক্তন ক্লাবের প্রস্তাব গ্রহণ করেছেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবল অধিনায়ক।

রুনি নিজে এ ব্যাপারে কিছু জানাননি। সরকারি ভাবে কিছু জানায়নি আমেরিকার ক্লাবটিও। প্রাক্তন ফুটবলারের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, চুক্তি না হলেও ডিসি ইউনাইটেডকে চূড়ান্ত কথা দিয়েছেন রুনি। আমেরিকার ক্লাবটির প্রস্তাব পছন্দ হয়েছে তাঁর। কয়েক দিনের মধ্যে চুক্তি সই হবে। ভিসা সংক্রান্ত কাজ শেষ হলেই রুনি ওয়াশিংটন যাবেন। ডিসি ইউনাইটেডের অন্তর্বর্তী কোচ চাদ অ্যাস্টনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন। আমেরিকার একাধিক সংবাদপত্রেও কোচ হিসাবে রুনির দায়িত্ব নেওয়ার খবর গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে।

Advertisement

চলতি মরসুমে ডিসি ইউনাইটেডের পারফরম্যান্স তেমন ভাল নয়। গত শুক্রবারই ফিলাডেলফিয়া ইউনিয়নের কাছে ৭-০ গোলে হেরেছে তারা। যা মেজর লিগ সকারের সর্বোচ্চ ব্যবধানে পরাজয়ের নজির স্পর্শ করেছে। ক্লাব কর্তাদের আশা, রুনি কোচ হিসাবে যোগ দিলে ব্যর্থতার ছবি বদলাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement