সমর্থকদের টিটকিরি। ছবি: রয়টার্স
মাঠে নেমে হাঁটু মুড়ে বসে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে বার্তা দিচ্ছিলেন হ্যারি কেনরা। সেই সময় ইংল্যান্ডের ফুটবলারদের টিটকিরি দিল ১৩-১৪ বছরের বাচ্চারা। খেলা শুরুর আগে এমন প্রতিক্রিয়ায় বিস্মিত ইংল্যান্ড শিবির।
এর আগে ইংল্যান্ড বুদাপেস্টে খেলতে এলে টিটকিরি দেওয়া হয়েছিল। এ বারেও তেমন কিছু ঘটার আশঙ্কা ছিল। সেই কারণে প্রথমে ঠিক হয়েছিল কোনও দর্শক ছাড়াই হবে ইংল্যান্ড বনাম হাঙ্গেরি ম্যাচ। গত মাসে হাঙ্গেরির ফুটবল সংস্থা অনূর্ধ্ব ১৪ বাচ্চাদের মাঠে ঢোকার অনুমতি দেয়। বিনামূল্যেই টিকিট দেওয়া হয়েছিল তাদের। সেই বাচ্চাদের সঙ্গে এক জন করে অভিভাবক ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। বিভিন্ন স্কুল এবং ফুটবল অ্যাকাডেমির বাচ্চারা মাঠে এসেছিল। শনিবার ৪০ হাজার দর্শক ছিল মাঠে। তাদের মধ্যে বেশির ভাগই বাচ্চা।
জাতীয় সঙ্গীতের পর মাঠে হাঁটু মুড়ে বসেন ইংল্যান্ডের ফুটবলাররা। সেই সময় মাঠে টিটকিরির আওয়াজ শোনা যায়। ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট অবাক হয়ে যান মাঠে এত দর্শক দেখে। তবে এই ঘটনা নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি উয়েফা।
ম্যাচটি হেরে যায় ইংল্যান্ড। ৬০ বছরে প্রথম বার হাঙ্গেরির বিরুদ্ধে হারল তারা। ৬৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন হাঙ্গেরির দমিনিক জবোজলাই। ইংল্যান্ডের পরের ম্যাচ জার্মানির বিরুদ্ধে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।