Liverpool

UCL: কাজ এখনও শেষ হয়নি, বার্তা ক্লপের

স্বস্তি এসি মিলানের: সেরি আ-র পয়েন্ট টেবলের শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করল ইন্টার মিলান। গোলরক্ষকের ভুলে বুধবার বোলগনার কাছে ২-১ গোলে হারে তারা। ফলে পয়েন্ট টেবলে শীর্ষে থেকে গেল এসি মিলানই। শুধু তাই নয়, জ়লাটন ইব্রাহিমোভিচরা ইন্টারের চেয়ে চার পয়েন্ট এগিয়েও গেলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২২ ০৬:২৯
Share:

দাপট: লিভারপুলকে এগিয়ে দিয়ে মানের (বাঁ-দিকে) উচ্ছ্বাস। রয়টার্স

চ্যাম্পিয়ন্স লিগ

Advertisement

লিভারপুল ২ ভিয়ারিয়াল ০

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম পর্বে বুধবার রাতে অ্যানফিল্ডে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়ে উৎসবে মেতে উঠেছেন লিভারপুল সমর্থকেরা। কিন্তু একেবারেই উচ্ছ্বসিত নন য়ুর্গেন ক্লপ। তাঁর দল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ওঠার পথে আরও একধাপ এগিয়ে গিয়েছে বলেও মনে করছেন না তিনি। লিভারপুল ম্যানেজারে মতে, কাজ এখনও শেষ হয়নি। ফিরতি পর্বের ম্যাচ ভিয়ারিয়াল নিজেদের ঘরের মাঠে খেলবে। তাই ২-০ গোলে জয় কখনও স্বস্তিদায়ক নয়। দুই পর্বের দ্বৈরথের প্রথমার্ধ সবে শেষ হয়েছে। বাকি রয়েছে দ্বিতীয়ার্ধ।

Advertisement

অ্যানফিল্ডে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হয়। ভিয়ারিয়াল রক্ষণের চক্রব্যূহে বন্দি হয়েছিলেন মহম্মদ সালাহ, সাদিয়ো মানেরা। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার আট মিনিটের মধ্যে স্বস্তি ফেরে লিভারপুল শিবিরে। ৫৩ মিনিটে জর্ডান হেন্ডারসনের ক্রস ভিয়ারিয়ালের পারভিস এসটুপিনানের পায়ে লেগে জালে জড়িয়ে যায়। আত্মঘাতী গোলের নির্দেশ দেন রেফারি। দু’মিনিটের মধ্যেই সালাহর পাস থেকে ২-০ করেন সাদিয়ো মানে। ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে ক্লপ বলেছেন, ‘‘এই দ্বৈরথের প্রধমার্ধ সবে শেষ হল। তার চেয়ে বেশি কিছু নয়। এখনও আমাদের কাজ শেষ হয়নি।’’ এর পরেই তিনি যোগ করেছেন, ‘‘ম্যাচের প্রথমার্ধে ২-০ এগিয়ে থাকল একটা দল। দ্বিতীয়ার্ধে তাদের কিন্তু সব সময় সতর্ক থাকতে হবে। কোনও ভুল করা চলবে না। কারণ, প্রথমার্ধে তোমরা যে ফুটবল খেলে এগিয়ে গিয়েছিলে, বিপক্ষ দল দ্বিতীয়ার্ধে সেই খেলাটাই খেলতে পারে। তখন কিন্তু যে সুবিধেটুকু আদায় করা গিয়েছিল, তা হাতছাড়া হয়ে যাবে।’’

আগামী মঙ্গলবার স্পেনে ভিয়ারিয়ালের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের ম্যাচ যে কঠিন হবে, তা খোলাখুলিই জানালেন ক্লপ। বলেছেন, ‘‘দ্বিতীয় পর্বের ম্যাচের পরিবেশটাই সম্পূর্ণ আলাদা থাকবে। ওদের ফুটবলাররা নিজেদের ও কোচের জন্য প্রাণপন লড়াই করবে।’’

ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়ে উচ্ছ্বসিত না হলেও মানের প্রশংসায় পঞ্চমুখ ক্লপ। বলেছেন, ‘‘সাদিয়ো সব অর্থে বিশ্বমানের স্ট্রাইকার। এই মরসুমে কী যে ভাল খেলছে, তা বলে বোঝানো কঠিন। গত বারের চেয়ে বেশি ট্রফি এ বার জিততে পারলে ও অবশ্যই বালঁ দ্য-র দাবিদার হবে।’’ এর পরেই কটাক্ষের সুরে লিভারপুল ম্যানেজার যোগ করেছেন, ‘‘দলগত সাফল্য না থাকলেও লিয়োনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো তারকাদেরই শুধু পুরস্কার
দেওয়া হচ্ছে।’’

এ দিকে ভিয়ারিয়ালকে হারানোর চব্বিশ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদলে ২০২৬ সাল পর্যন্ত লিভারপুলে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন ক্লপ। বৃহস্পতিবারই নতুন চুক্তিতে সই করেন তিনি। গত মার্চেই তিনি জানিয়েছিলেন ২০২৪ সালের গ্রীষ্মে লিভারপুল ছাড়বেন। সাংবাদিকরা কারণ জিজ্ঞেস করায় বলে দিয়েছিলেন, ‘‘আমি এ রকমই। আপনাদের ধন্যবাদ।’’ বৃহস্পতিবার যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে আরও চার বছরের জন্য অ্যানফিল্ডে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন ক্লপ।

ভিয়ারিয়াল ম্যানেজার উনাই এমেরি অবশ্য প্রচণ্ড হতাশ দলের খেলায়। ম্যাচের পরে তিনি বলেছেন, ‘‘ছেলেদের দেখে মনেই হয়নি ওরা সেমিফাইনালে খেলছে, তা-ও লিভারপুলের বিরুদ্ধে। ওদের মধ্যে দারুণ কিছু করার তাগিদটাই দেখলাম না। ০-২ গোলে হারটাই আমাদের প্রাপ্য ছিল।’’ এর পরেই তিনি যোগ করেছেন, ‘‘স্পেনে এই ভুল করা চলবে না। মনে রাখতে হবে, অসাধারণ ফুটবল উপহার দিয়েই দল সেমিফাইনালে খেলছে। আশা করি, পরের ম্যাচে ছেলেরা আরও একবার নিজেদের প্রমাণ করবে।’’

স্বস্তি এসি মিলানের: সেরি আ-র পয়েন্ট টেবলের শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করল ইন্টার মিলান। গোলরক্ষকের ভুলে বুধবার বোলগনার কাছে ২-১ গোলে হারে তারা। ফলে পয়েন্ট টেবলে শীর্ষে থেকে গেল এসি মিলানই। শুধু তাই নয়, জ়লাটন ইব্রাহিমোভিচরা ইন্টারের চেয়ে চার পয়েন্ট এগিয়েও গেলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement