আরও সঙ্কটে সুরজিৎ ফাইল ছবি
সুরজিৎ সেনগুপ্তের অবস্থা আরও সঙ্কটজনক। তাঁর হৃদযন্ত্রের অবস্থা আরও খারাপ হয়েছে। ফলে ভেন্টিলেশনের প্রয়োজন আরও বেড়েছে। পাশাপাশি, জ্বরও রয়েছে প্রাক্তন ফুটবলারের। শারীরিক অবস্থার অবনতির কারণে একাধিক পরীক্ষাও করা যায়নি। শুক্রবার বিকেলে তাঁকে দেখতে যান রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সুরজিতের পরিবার চাইছে এসএসকেএম থেকে একটি বিশেষজ্ঞ দল এসে তাঁঁকে দেখুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও খুব উদ্বিগ্ন। প্রতিনিয়ত তাঁর খোঁজখবর রাখছেন। তাঁরই নির্দেশে একটি বিশেষজ্ঞ দল নিয়ে শুক্রবার হাসপাতালে যান অরূপ। ছিলেন ডাঃ মণিময় বন্দ্যোপাধ্যায়, চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান সোমনাথ কুন্ডু, কার্ডিয়োলজিস্ট সরোজ মণ্ডল প্রমুখ।
এই মুহূর্তে অ্যাসিস্ট কন্ট্রোল মেকানিক্যাল ভেন্টিলেশনে রয়েছেন সুরজিৎ। হাসপাতালের তরফে এক মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, হৃদযন্ত্রের অবস্থার অবনতির কারণে ভেন্টিলেশন আরও জরুরি হয়ে পড়েছে সুরজিতের। ভেন্টিলেশনের মাধ্যমে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯৩ শতাংশ রয়েছে। তাঁর ট্রাকিয়োস্টমি করার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু শারীরিক সমস্যার কারণে করা যায়নি।
সুরজিতের কেবিনে অরূপ নিজস্ব চিত্র
ওষুধের কারণে গভীর মাত্রায় ঝিমুনি ভাব রয়েছে সুরজিতের। কম মাত্রার ভেসোপ্রেসার সাপোর্টের মাধ্যমে তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে। তাঁর শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়েছে। পিভিসি-র সাহায্যে হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ করা হচ্ছে। হালকা জ্বর রয়েছে সুরজিতের। তবে খিঁচুনি আসেনি। তাঁকে সর্ব ক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন বিশেষজ্ঞরা।