একটু ভাল সুরজিৎ ফাইল ছবি
প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তকে এখনও ভেন্টিলেশন থেকে ছাড়া হল না। তবে তাঁর শারীরিক অবস্থা এখন আগের থেকে অনেকটাই ভাল। হৃদযন্ত্রের অবস্থা এখন আগের থেকে অনেকটাই ভাল। হৃদস্পন্দনও নিয়ন্ত্রণে রয়েছে।
রবিবার হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, সুরজিৎ এখনও ভেন্টিলেশনে রয়েছেন। ভেন্টিলেশনে থাকাকালীন তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯২ থেকে ৯৫ শতাংশ। হৃদযন্ত্রের জটিলতা কমলেও এখনও তা রয়েছে।
সুরজিতের শরীরে এখনও ঝিমুনি ভাব রয়েছে। ভেসোপ্রেসার সাপোর্ট ছাড়াই তাঁর শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে। তাঁর হৃদস্পন্দন এখন নিয়ন্ত্রণে। তবে ওষুধের প্রভাবে মাঝে মাঝেই অনিয়মিত হৃৎস্পন্দন দেখা যাচ্ছে। নতুন করে জ্বর আসেনি সুরজিতের। খিঁচুনিও আসেনি। তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।
গত ২৩ জানুয়ারি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানে হয় প্রাক্তন ফুটবলারকে। করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। ২৯ তারিখ থেকে ভেন্টিলেশনে রয়েছেন তিনি। শ্বাসপ্রশ্বাসের সমস্যা ছিল সুরজিতের।