Spain

কোচের বিরুদ্ধে বিদ্রোহ স্পেনে

স্পেনের জাতীয় ফুটবল সংস্থা মহিলা ফুটবলারদের অভিযোগের দাবিকে তেমন ভাবে সমর্থন জানাচ্ছে না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২২ ০৮:২৮
Share:

কোচ হর্হে ভিলদার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা স্পেনের জাতীয় দলের খেলোয়াড়দের। ছবি সংগৃহীত।

অভূতপূর্ব কাণ্ড ঘটল স্পেনীয় ফুটবলে! সে দেশের জাতীয় ফুটবল সংস্থা জানিয়েছে, মেয়েদের দলের মোট ১৬ জন ফুটবলার তাঁদের কোচ হর্হে ভিলদার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। ফেডারেশনকে তাঁরা যৌথ ভাবে জানিয়েছেন, বর্তমান কোচকে অবিলম্বে বরখাস্ত করা না হলে দেশের হয়ে আর খেলবেন না।

Advertisement

মেয়েদের অভিযোগ, হর্হের জমানায় তাঁরা মানসিক ও শারীরিক ভাবে বিপর্যস্ত বোধ করছেন! যদিও স্পেনের জাতীয় ফুটবল সংস্থা মহিলা ফুটবলারদের অভিযোগের দাবিকে তেমন ভাবে সমর্থন জানাচ্ছে না। তাদের বক্তব্য, ‘‘আমরা কখনওই খেলোয়াড়দের দ্বারা একজন কোচের থাকা অথবা না থাকার বিষয় সংক্রান্ত প্রশ্ন তুলতে দেব না। সেটা করলে সামাজিক মূল্যবোধ এবং খেলার ক্ষতি করা হবে।’’

জাতীয় সংস্থা বরং মহিলা ফুটবলারদের পাল্টা সতর্ক করে দিয়ে বলেছে, ‘‘এটা অত্যন্ত খারাপ দৃষ্টান্ত। ফুটবলাররা এই ধরনের আপত্তিকর কোনও সিদ্ধান্ত নিলে আমরা ওদের দুই থেকে পাঁচ বছরের জন্য সব ধরনের ফুটবল থেকেই নির্বাসিত করতে পারি। দরকার হলে, নতুন কমবয়সিদের নিয়ে জাতীয় দল গড়া হবে। আমরা চাই ফুটবলাররা ফেডারেশন দ্বারা নিয়োগ করা কোচ ও দেশের প্রতি দায়বদ্ধ থাকুক।’’ প্রসঙ্গত, বিতর্কিত এই কোচের বয়স ৪১ বছর। ২০১৫ সাল থেকে তিনি স্পেনে মেয়েদের জাতীয় দলের দায়িত্বে রয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement