mohun bagan

Mohun Bagan: মোহনবাগান সচিব পদে ইস্তফা দিলেন সৃঞ্জয় বসু

মঙ্গলবার ক্লাব সভাপতি স্বপনসাধন বসুর কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন সৃঞ্জয়। জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ২০:৪৭
Share:

মোহনবাগান থেকে সরলেন সৃঞ্জয়

মোহনবাগান সচিব পদ থেকে সরে গেলেন সৃঞ্জয় বসু। মঙ্গলবার তিনি ক্লাব সভাপতি স্বপনসাধন বসুর কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই এই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement

তিনি লিখেছেন, ‘চিরদিন এই ক্লাবের উৎসাহী সমর্থক এবং সদস্য হিসেবে থাকব। যাঁরা আমার উপর আস্থা রেখেছেন, তাঁদের ধন্যবাদ।’ ক্লাবের পাশে থাকার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

তিনি আত্মবিশ্বাসী, আগামী দিনেও ক্লাব দক্ষতার সঙ্গেই পরিচালিত হবে।

Advertisement

২০২০ সালের জানুয়ারি মাসে মোহনবাগানের সচিব হন সৃঞ্জয়। তাঁর সময়ই এটিকের সঙ্গে যুক্ত হয়ে আইএসএল-এ খেলা শুরু করে মোহনবাগান। নতুন দলের নাম হয় এটিকে মোহনবাগান। নতুন দলের অন্যতম ডিরেক্টরও হন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement