Neymar jr

Neymar jr: বিশ্বকাপের পরে নেমারের অবসর জল্পনা

এই মুহূর্তে ৭৪ গোল করে ব্রাজিলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছেন নেমার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জুন ২০২২ ০৮:২৮
Share:

ফাইল চিত্র।

কাতার বিশ্বকাপের পরেই কি ব্রাজিলের জাতীয় দল থেকে অবসর নিতে পারেন নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়র? এমন সম্ভাবনাই বাড়িয়ে দিয়েছে ইংল্যান্ডের সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবর। ‍সেই খবর অনুযায়ী জাতীয় দলে সতীর্থ রদ্রিগোকে নাকি চলতি বছরের শেষে বিশ্বকাপের পরেই নেমার অবসরের প্রস্তুতির কথা জানিয়েছেন। এমনকি ওই খবরে এও লেখা হয়েছে, রিয়াল মাদ্রিদে খেলা রদ্রিগোকেই নাকি তাঁর ১০ নম্বর জার্সি দিয়ে যেতে চান নেমার। ফলে নেমারের অবসর নিয়ে তৈরি হয়েছে জল্পনা। স্বয়ং নেমার যদিও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

Advertisement

উল্লেখ্য, এই মুহূর্তে ৭৪ গোল করে ব্রাজিলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছেন নেমার। অতীতে পেলে রোনাল্ডিনহো, কাকারা ব্রাজিলের যে বিখ্যাত ১০ নম্বর জার্সি পরে খেলতেন, সেই জার্সিরই এখন মালিক তিনি। সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে রদ্রিগো জানিয়েছেন, ‍‘‍‘নেমার আমাকে বলে, ‍‘আমি তো জাতীয় দলে খেলা ছাড়ার দিকে এগিয়েই গিয়েছি। এই ১০ নম্বর জার্সি এর পরে তোমার হবে।’ নেমারের এই কথা শোনার পরে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement