গোলের পর উচ্ছ্বাস স্পেনের। ছবি: রয়টার্স।
প্যারিস অলিম্পিক্সে শুরু ফুটবল। গেমসের উদ্বোধন হবে ২৬ জুলাই। তবে কিছু খেলা শুরু হয়ে গিয়েছে। বুধবার অলিম্পিক্সের ফুটবল প্রতিযোগিতায় নেমে পড়েছে স্পেন, আর্জেন্টিনার মতো দেশগুলি। প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করল স্পেন। তারা উজবেকিস্তানের বিরুদ্ধে জিতল ২-১ গোলে। আর্জেন্টিনা আটকে গেল মরক্কোর বিরুদ্ধে। ম্যাচ শেষ ২-২ ব্যবধানে।
অলিম্পিক্সে অনূর্ধ্ব-২৩ দল খেলে সব দেশের। সেই দলে তিন জন সিনিয়র ফুটবলারকে খেলানো যায়। বুধবার স্পেন প্রথম ম্যাচটি খেলে উজবেকিস্তানের বিরুদ্ধে। যে ম্যাচে মার্ক পুবিলের গোলে এগিয়ে গিয়েছিল স্পেন। কিন্তু পেনাল্টি থেকে গোল শোধ করেন উজবেকিস্তানের এল্ডর শোমুরদভ। একটা সময় মনে হচ্ছিল হয়তো ড্র করেই শেষ করবে স্পেন। ৫৯ মিনিটে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন সার্জিয়ো গোমেজ।
জয়ের গোল পেতে খুব অপেক্ষা করতে হয়নি স্পেনকে। পেনাল্টি ফস্কানোর তিন মিনিটের মধ্যেই গোল করেন গোমেজ। ১২ গজ দূর থেকে শট নেন তিনি। পেনাল্টি ফস্কানোর আফসোস দূর হয় তাঁর।