গত কয়েক মাস ধরে লেয়নডস্কিকে সই করানোর বিষয়ে আগ্রহ দেখিয়েছিল বার্সা। জাভি হার্নান্দেজ দায়িত্ব নেওয়ার পরে এক জন বক্স স্ট্রাইকার চাইছিলেন। পোল্যান্ডের সংবাদপত্র সূত্রে খবর, লেয়নডস্কির এজেন্টের সঙ্গে অনেক দিন ধরে কথা চলছিল। সেই কথা এ বার পাকা হয়েছে।
বায়ার্ন ছেড়ে বার্সায় লেয়নডস্কি ফাইল চিত্র
বায়ার্ন মিউনিখ ও পোল্যান্ডের স্ট্রাইকার রবার্ট লেয়নডস্কি কি এ বার যোগ দিতে চলেছেন বার্সেলোনায়। পোল্যান্ডের সংবাদপত্র ‘ইন্টেরিয়া স্পোর্ট’ দাবি করেছে বার্সার সঙ্গে তিন বছরের চুক্তি প্রায় পাকা লেয়নডস্কির। গ্রীষ্মকালীন দলবদলের সময়ে জার্মানি ছেড়ে স্পেনের ক্লাবে যোগ দিতে চলেছেন তিনি।
গত কয়েক মাস ধরে লেয়নডস্কিকে সই করানোর বিষয়ে আগ্রহ দেখিয়েছিল বার্সা। জাভি হার্নান্দেজ দায়িত্ব নেওয়ার পরে এক জন বক্স স্ট্রাইকার চাইছিলেন। পোল্যান্ডের সংবাদপত্র সূত্রে খবর, লেয়নডস্কির এজেন্টের সঙ্গে অনেক দিন ধরে কথা চলছিল। সেই কথা এ বার পাকা হয়েছে।
জানা গিয়েছে, লেয়নডস্কিকে নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছিল লিভারপুল, প্যারিস সঁ জঁ, ম্যাঞ্চেস্টার সিটির মতো বড় ক্লাব। কিন্তু এই সময় বার্সায় স্ট্রাইকারের অভাব থাকায় সেখানেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লেয়নডস্কি। বার্সার সঙ্গে তাঁর তিন বছরের চুক্তি হয়েছে বলে খবর।