মোহনবাগানের কোচ হোসে মোলিনা। আরও চওড়া হল তাঁর মুখের হাসি। —ফাইল চিত্র।
আইএসএলের পয়েন্ট তালিকায় জোর টক্কর চলছে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসির। একটা ম্যাচে বেঙ্গালুরু এগোচ্ছে, তো পরের ম্যাচেই তাকে ধরে ফেলছে মোহনবাগান। শনিবার যুবভারতীতে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলা মোহনবাগানের। সেই ম্যাচে নামার ২৯ মিনিট আগে সুখবর বাগান শিবিরে। কারণ, এই ম্যাচের আগেই ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে ড্র করেছে বেঙ্গালুরু। ফলে পয়েন্ট তালিকায় ব্যবধান বাড়ানোর সুযোগ বাড়ল তাদের।
ঘরের মাঠে শ্রীকান্তিরাভা স্টেডিয়ামে গোয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়েও ড্র করে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু। খেলা শুরুর ৭ মিনিটের মধ্যে গোয়াকে এগিয়ে দেন সন্দেশ জিঙ্ঘান। হেডে গোল করেন তিনি। প্রথমার্ধে আর গোল হয়নি। কিন্তু দ্বিতীয়ার্ধে টান টান খেলা হয়। বেঙ্গালুরু সমতা ফেরানোর আপ্রাণ চেষ্টা করছিল। খেলার গতির বিপরীতে ৬৬ মিনিটের মাথায় গোয়ার দ্বিতীয় গোল করেন সাহিল তাভোরা।
পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি বেঙ্গালুরু। ৭১ মিনিটের মাথায় রায়ান উইলিয়ামসের গোলে এক গোল শোধ করে তারা। তখনও নাটকের বাকি ছিল। ৮৩ মিনিটে পেরেরা দিয়াজ় বেঙ্গালুরুর দ্বিতীয় গোল করেন। সেই সময় বেঙ্গালুরু যে ভাবে আক্রমণ করছিল তাতে দেখে মনে হচ্ছিল, জিতেও যেতে পারে তারা। কিন্তু আর গোল হয়নি। ২-২ গোলে শেষ হয় খেলা।
এই ম্যাচে কোনও রকমে ১ পয়েন্ট পেয়েছে বেঙ্গালুরু। ফলে ১২ ম্যাচে ২৪ পয়েন্ট তাদের। পয়েন্ট তালিকায় এই মুহূর্তে শীর্ষে সুনীলদের দল। মোহনবাগান রয়েছে দ্বিতীয় স্থানে। তাদের পয়েন্ট ২৩। কিম্তু তারা দু’টি ম্যাচ কম খেলেছে। অর্থাৎ, শনিবার ঘরের মাঠে কেরলকে হারাতে পারলেই ১১ ম্যাচে ২৬ পয়েন্ট হবে সবুজ-মেরুনের। বেঙ্গালুরুর থেকে এক ম্যাচ কমে খেলেও সে ক্ষেত্রে ২ পয়েন্টে এগিয়ে যাবে হোসে মোলিনার দল।